আজ টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ভারতীয় দলে তিনটি বদল হয়েছে। চোট সারিয়ে দলে ফিরেছেন পেসার জসপ্রীত বুমরাহ। তিনি কুলদীপ যাদবের জায়গায় দলে এসেছেন। লর্ডস টেস্টে দুই ইনিংসেই শূন্য করা ওপেনার মুরলী বিজয় বাদ পড়েছেন। তাঁর জায়গায় দলে ফিরেছেন শিখর ধবন। উইকেটকিপার দীনেশ কার্তিকের জায়গায় দলে এসেছেন তরুণ ঋষভ পন্থ। তাঁর টেস্ট অভিষেক হল।
ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেন ধবন (৩৫) ও লোকেশ রাহুল (২৩)। চেতেশ্বর পূজারা (১৪) অবশ্য বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। ৮২ রানে তৃতীয় উইকেট পড়ার পরে ইনিংসের হাল ধরেন বিরাট ও রাহানে। হার্দিক পাণ্ড্য ১৮ রান করে আউট হয়ে যান। দিনের শেষে ক্রিজে ঋষভ (২২)। এই তরুণ দ্বিতীয় বলেই ছক্কা মেরে টেস্টে প্রথম রান করেন। তিনি সাবলীলভাবেই ব্যাটিং করছেন।
প্রথম দুই টেস্টে হারের পর এই সিরিজে রীতিমতো কোণঠাসা ভারতীয় দল। ঘুরে দাঁড়াতে হলে এই ম্যাচ জিততেই হবে। সেই লক্ষ্যেই মাঠে নেমেছেন বিরাটরা। তাঁরা লড়াই চালিয়ে যাচ্ছেন।