টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট
Web Desk, ABP Ananda | 03 Sep 2018 04:18 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
দুবাই: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ভারতীয় দল ইতিমধ্যেই হেরে গেলেও, ব্যক্তিগত পারফরম্যান্সের জেরে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন অধিনায়ক বিরাট কোহলি। চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ৪৬ ও দ্বিতীয় ইনিংসে ৫৮ রান করার সুবাদে কেরিয়ারের সর্বোচ্চ ৯৩৭ রেটিং পয়েন্ট পেয়েছেন তিনি। সর্বকালের সেরা রেটিং পয়েন্টের ক্ষেত্রে এখন ১১ নম্বরে ভারতের অধিনায়ক। তিনি চলতি সিরিজে আটটি ইনিংসে ৫৪৪ রান করেছেন। তার ফলেই শীর্ষস্থান ধরে রেখেছেন। চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ১৩২ রান করে অপরাজিত থাকা চেতেশ্বর পূজারা ৬ নম্বর জায়গা ধরে রেখেছেন। চতুর্থ টেস্টে ৬ উইকেট নেওয়ার সুবাদে ভারতের পেসার মহম্মদ শামিরও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। তিনি ফের প্রথম কুড়ির মধ্যে ঢুকে পড়েছেন। ৩ ধাপ উন্নতি করে এখন ১৯ নম্বরে এই ডানহাতি পেসার। তাঁর সতীর্থ ইশান্ত শর্মারও সাউদাম্পটনে চার উইকেট নেওয়ার সুবাদে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। একধাপ উঠে এখন ২৫ নম্বরে ইশান্ত। জসপ্রীত বুমরাহ ৩৭ নম্বরে।