নয়াদিল্লি:  ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই ভারত হেরে গিয়েছে। এই সিরিজকে অনেক বিশেষজ্ঞই কোহলি বনাম ইংল্যান্ড হিসেবে অভিহিত করেছেন। ভারতীয় দলে তিনিই একমাত্র ব্যাটসম্যান, যাঁর ব্যাটে ধারাবাহিকতা রয়েছে। প্রায় প্রতিটি ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ের মুখে একা কুম্ভ হয়ে লড়াই করেছেন তিনি। গতকাল সাউদাম্পটনে চতুর্থ টেস্টে ভারত ৬০ রানে হেরে সিরিজ খুইয়েছে। কিন্তু এরইমধ্যে কোহলির মুকুটে আর একটা নতুন পালক যুক্ত হয়েছে।


সাউদাম্পটনে ভারতের দ্বিতীয় ইনিংসে কেরিয়ারের ১৯ তম হাফসেঞ্চুরি করেছেন কোহলি। আর এরইসঙ্গে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে ৪০০০ রান সংগ্রহের কৃতিত্বের অধিকারী হলেন কোহলি। এক্ষেত্রে কোহলি প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে টপকে গেলেন। ভারতকে ৬০ টি টেস্টে নেতৃত্ব দিয়ে ধোনি পাঁচ সেঞ্চুরি ও ২৪ হাফসেঞ্চুরি সহ করেছেন ৩৪৫৪ রান। তালিকায় তৃতীয় সুনীল গাওস্কর। তিনি অধিনায়ক হিসেবে করেছেন ৩৪৪৯ রান।

ইংল্যান্ডের বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৫০০ রান করেছেন কোহলি। ষষ্ঠ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে দেড় হাজার রান করলেন তিনি। এই তালিকায় সবার আগে সচিন তেন্ডুলকর (২৫৩৫ রান)। এর রয়েছেন যথাক্রমে রাহুল দ্রাবিড় (১৯৫০ রান), গুন্ডাপ্পা বিশ্বনাথ (১৮৮০), দিলীপ ভেঙ্গসরকার (১৫৮৯)।

চলতি সিরিজে কোহলি এখনও পর্যন্ত ৬৮ গড়ে দুটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরি সহ ৫৪৪ রান করেছেন।

ভারতীয় অধিনায়ক হিসেবে বিদেশে সবচেয়ে বেশি রান সংগ্রহের কৃতিত্বও অর্জন করেছেন কোহলি।