রাঁচি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্টে ঝুঁকি নিয়ে ব্যাট করুন ভারতের অধিনায়ক বিরাট কোহলি, এটা চাইছেন না প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর। তিনি বলেছেন, রাঁচির পিচে ব্যাটিং করা কঠিন নয়। বিরাটের অবদান ছাড়াই অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের স্কোরের কাছাকাছি রান করে ফেলা উচিত ভারতের। তাই একান্ত প্রয়োজন না হলে বিরাটের ব্যাট করতে নামা উচিত নয়।

রাঁচিতে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর গাওস্কর বলেছেন, ‘কোহলির চোট হয়তো গুরুতর নয়। কিন্তু ও এমন একজন ক্রিকেটার, যে সবসময় মাঠে থাকতে চায়। ও যখন মাঠে ছিল না, তার মানে চোট নিশ্চয়ই বেশি। তাই ওর সম্পূর্ণ বিশ্রাম নিয়ে পরের টেস্টে ফিট হয়ে খেলেত নামা উচিত। অল্প রানে ভারতের বেশ কয়েকটি উইকেট পড়ে না গেলে বিরাটের ব্যাট করতে নামা উচিত নয়।’

গতকাল রাঁচি টেস্টের প্রথম দিন ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান বিরাট। এরপর থেকেই তিনি মাঠের বাইরে। আজও ফিল্ডিং করতে নামেননি। বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের অধিনায়কের চোট গুরুতর নয়। কিন্তু তা সত্ত্বেও গাওস্কর চাইছেন, ঝুঁকি না নিয়ে বিশ্রাম নিন বিরাট।