নেটে ব্যাট করলেন না বিরাট, ধর্মশালায় নেই শামি
Web Desk, ABP Ananda | 23 Mar 2017 06:48 PM (IST)
ধর্মশালা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টে খেলছেন না বাংলার পেসার মহম্মদ শামি। তিনি এখনও সম্পূর্ণ সুস্থ নন বলেই ভারতীয় দল সূত্রে খবর। জানা গিয়েছে, ফিজিও প্যাট্রিক ফারহার্ট এই পেসারের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। রাঁচিতেও ভারতীয় দলের সঙ্গে ছিলেন শামি। তাঁর ফিটনেস পরীক্ষা করার জন্যই বিজয় হাজারে ট্রফির ফাইনালে খেলতে পাঠানো হয়েছিল। কিন্তু রিহ্যাব এখনও শেষ হয়নি বলেই ধর্মশালা টেস্টের জন্য ১৫ জনের দলে নেই শামি। রাঁচিতে তৃতীয় টেস্টের প্রথম দিন ফিল্ডিং করতে গিয়ে ডান কাঁধে চোট পেয়েছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তারপরেও তিনি ব্যাট করতে নেমেছিলেন। তবে এখনও সেই চোট সারেনি। আজ অনুশীলনেও বিরাটের ডান কাঁধে ব্যান্ডেজ দেখা যায়। ওয়ার্ম-আপের পর ফিল্ডিং অনুশীলনের সময় আন্ডার-আর্ম থ্রো করতে দেখা যায় ভারতের অধিনায়ককে। তিনি চতুর্থ টেস্টের আগে কোনওরকম ঝুঁকি নিতে চাইছেন না।