কেপ টাউন: ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ অতীত। নিউল্যান্ডস টেস্ট ম্যাচ চতুর্থ দিনেই ৭ উইকেটে হেরে সিরিজ খুইয়েছে ভারতীয় দল। এরপর আর ডিআরএস নিয়ে নতুন করে কোনও মন্তব্যের মাধ্যমে বিতর্কে জড়াতে নারাজ ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বুঝিয়ে দিলেন, এ বিষয়ে আর কোনও বিতর্ক চাইছেন না। বরং দল কী কারণে এই ম্যাচ হেরে গেল, সেটা নিয়েই এখন ভাবছেন তিনি।


কেপ টাউন টেস্ট ও ম্যাচ সেই সঙ্গে এই সিরিজ শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠকে বিরাট বলেছেন, ‘আমার আর ডিআরএস নিয়ে নতুন করে কিছু বলার নেই। মাঠে কী হয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি। মাঠের বাইরে যারা আছে, তারা জানে না ঠিক কী হয়েছে। তাই আমি আর কোনও সাফাই দিতে চাই না। আমরা যদি সেই মুহূর্তে তেতে উঠতাম আর তিনটি উইকেট তুলে নিতে পারতাম, তাহলে ম্যাচের রং বদলে যেত।’


বিরাট আরও বলেছেন, ‘বাস্তব পরিস্থিতি হল, আমরা ওদের উপর দীর্ঘক্ষণ চাপ বজায় রাখতে পারিনি। গোটা টেস্ট ম্যাচ জুড়ে ওদের উপর চাপ বজায় রাখতে পারিনি বলেই হেরে গিয়েছি। ওই একটা মুহূর্ত (ডিআরএস বিতর্ক) অত্যন্ত উত্তেজক ও দুর্দান্ত মনে হচ্ছে। কিন্তু আমি আর বিতর্ক বাড়াতে চাই না। সেই মুহূর্ত চলে গিয়েছে। আমরা সেখান থেকে সরে এসেছি।’


কেপ টাউন টেস্ট ম্যাচের তৃতীয় দিন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারের বিরুদ্ধে এলবিডব্লু-র আবেদন ডিআরএস-এ নাকচ হয়ে যাওয়া নিয়ে বিতর্ক শুরু হয়। মাঠেই ক্ষোভপ্রকাশ করেন বিরাট। প্রাক্তন ক্রিকেটারদের অনেকে তাঁর এই আচরণের সমালোচনা করেছেন। তবে পাল্টা কোনও মন্তব্য করেননি বিরাট। তিনি বুঝিয়ে দিয়েছেন, মাঠের বাইরে কী কী বললেন, সেটা নিয়ে ভাবছেন না। বরং ব্যক্তিগত ও দলগত পারফরম্যান্সের উপরেই জোর দিচ্ছেন। এই সিরিজের প্রথম টেস্ট জেতার পরেও সিরিজে হার মানতে পারছেন না বিরাট।