দুবাই: আইসিসি-র টি ২০ ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তালিকায় ওপরের দিকে উঠে এসেছেন রোহিত শর্মা ও শিখর ধবন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত তিন ম্যাচের টি-২০ সিরিজে কোহলি মোট ১০৪ রান করেছেন। সিরিজ ২-১ জিতেছে ভারত। সিরিজে ভালো ব্যাটিংয়ের সুবাদে কোহলি র্যা ঙ্কিংয়ে প্রথম স্থান ধরে রাখলেন। আরও ১৩ পয়েন্ট যোগ হওয়ায় দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের সঙ্গে ব্যবধান কোহলির ব্যবধান বেড়ে হল ৪০ পয়েন্ট।
রোহিত ও শিখর সিরিজে যথাক্রমে ৯৩ ও ৮৭ রান করে র্যা ঙ্কিংয়ে এগিয়ে এসেছেন। তিন ধাপ এগিয়ে রোহিতের স্থান ২১ তম। আর ২০ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে এসেছেন শিখর।
তালিকায় অগ্রগতি হয়েছে ভারতের বোলারদেরও। ভূবনেশ্বর কুমার দুই ধাপ এগিয়েছেন (২৬ তম)। যজুবেন্দ্র চাহল ২২ ধাপ এগিয়েছেন। তাঁর র্যা ঙ্কিং ৩০ তম। অক্ষর পটেলও ১৭ ধাপ এগিয়েছে উঠে এসেছেন ৬২ তম স্থানে।
দল হিসেবে ভারত তিন পয়েন্ট পেলেও র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের থেকে সামান্য পিছিয়ে পঞ্চম স্থানে। সিরিজ হেরে শীর্ষস্থান হারিয়েছে নিউজিল্যান্ড। প্রথম স্থানে এখন পাকিস্তান।
আইসিসি টি ২০ র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানেই কোহলি, এগোলেন শিখর-চাহলরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Nov 2017 03:31 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -