তিরুবনন্তপুরম: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা নির্নায়ক ম্যাচে জয়ী হয়ে টি ২০ সিরিজ জিতল টিম ইন্ডিয়া। বৃষ্টিবিঘ্নিত গতকালের ম্যাচে ওভার সংখ্যা কমে হয় ৮। শেষ ওভারে বোলিংয়ের সময় দ্বিতীয় বলে আঙুলে চোট পান হার্দিক পান্ড্য।


শেষ ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল ১৯ রান। হার্দিক দুরন্ত বোলিং করে ৬ রানে ভারতের জয় নিশ্চিত করেন।

হার্দিক একটা স্লোয়াল বল দিয়ে ওভারের শুরু করেন। নিউজিল্যান্ড ১ বাই রান পায়। পরের বল সোজা মারেন কিউই ব্যাটসম্যান কলিন ডে গ্র্যান্ডহোম। বলটি ধরতে যান হার্দিক। কিন্তু আঙুলে বল সজোরে আঘাত করে। মাঠে ছুটে আসেন ফিজিও। পরে ফের বোলিং শুরু করেন হার্দিক।

কোহলি বলেছেন, হার্দিক শেষ ওভারটা দারুন করেছে। হার্দিকের যখন চোট লাগে তখন ভাবছিলাম..আমাকেই না বাকি ওভারটা শেষ করতে হয়।

কোহলি জানিয়েছেন, শেষ ওভারের আগের ওভারটি জসপ্রিত বুমরাহকে দিয়ে করানোর পরামর্শ দিয়েছিলেন রোহিত শর্মা ও মহেন্দ্র সিংহ ধোনি।

কোহলি বলেছেন, হার্দিকের অফকাটার যে কাজে আসবে, সে বিষয়ে নিশ্চিত ছিলাম।উইকেট ভিজে ছিল। বল পড়ে থমকে যাচ্ছিল। শেষ ওভারের সময় ওর কাছে যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু তৃতীয় বল করার পর হার্দিক বলল, ওই বলটাই করছি। চিন্তা করো না।

হার্দিককে নিয়ে উচ্ছ্বসিত কোহলি বলেছেন, একজন বোলার যদি এমন আত্মবিশ্বাসী হয়, তাহলে বেশি কিছু বলার থাকে না।

অধিনায়ক তাঁর দলের অন্যান্য বোলারদেরও প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এই ম্যাচে বোলাররাই পার্থক্যটা গড়ে দিয়েছে।