বৃহস্পতি তুঙ্গে, ক্রিকেট জগতে সবথেকে বড় বাণিজ্যিক চুক্তির মালিক হতে চলেছেন বিরাট, বলছেন জ্যোতিষী
ABP Ananda, Web Desk | 12 Mar 2018 03:02 PM (IST)
নয়াদিল্লি: বিরাট কোহলির ঝুলিতে এবার এমন বাণিজ্যিক চুক্তি আসতে চলেছে, যা এর আগে ক্রিকেট দুনিয়ায় অভূতপূর্ব ছিল। দাবি করেছেন স্বনামধন্য জ্যোতিষী নরেন্দ্র বুন্দে। নরেন্দ্র নাগপুরের বাসিন্দা, পেশায় ক্রিকেট সংক্রান্ত জ্যোতিষ চর্চা। মহেন্দ্র সিংহ ধোনির একদিনের ক্রিকেট কেরিয়ার নিয়ে যতই প্রশ্ন উঠে যাক, নরেন্দ্রর ভবিষ্যদ্বাণী, ২০১৯-এর বিশ্বকাপে তিনি খেলবেন। একইসঙ্গে কোহলি সম্পর্কে তিনি দাবি করেছেন, টি২০ বিশ্বকাপ ও বিশ্বকাপ জিতবেন তিনি, ২০২৫-এর মধ্যে ভেঙে দেবেন সচিন তেন্ডুলকরের ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড। তাঁর আগের সব ভবিষ্যদ্বাণী হুবহু মিলে গিয়েছে বলে তাঁর দাবি। নরেন্দ্র আরও বলেছেন, এ বছরই ক্রিকেটের ইতিহাসে নজিরবিহীন এক বাণিজ্যিক চুক্তি করবেন বিরাট। তাতে যে অর্থ তিনি পাবেন তা ক্রিকেট দুনিয়ার কল্পনাতীত। বিরাটের বৃহস্পতি এখন তুঙ্গে, তাই ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মত বিদেশ সফরেও সাফল্য পাবেন তিনি। নরেন্দ্র বুন্দের পরামর্শ গ্রাহকদের তালিকা অবশ্য ঈর্ষণীয়, সৌরভ গঙ্গোপাধ্যায়, মুরলী কার্তিক, শ্রীসন্থ, জাহির খান, গৌতম গম্ভীর ও সুরেশ রায়নার মত খেলোয়াড়রা দরকারে অদরকারে তাঁর কাছে আসেন। কিংস ইলেভেন পঞ্জাব আইপিএলে ভাল ফল না করায় এসেছিলেন প্রীতি জিন্টাও। তাঁর উল্লেখযোগ্য ভবিষ্যদ্বাণীর মধ্যে রয়েছে সৌরভের দলে ফেরা, ভারতের ২০১১-য় বিশ্বকাপ জয়, টেনিস এলবোর চোট কাটিয়ে সচিনের ফিরে আসা ইত্যাদি।