নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে মজার মুডে ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। বাড়িতে খোলামেলা মেজাজে অবসর কাটানোর একটি ছবি টুইট করলেন কোহলি। ছবিতে ভাইপোর সঙ্গে একেবারে ভিন্ন মেজাজে দেখা যাচ্ছে তাঁকে। ছবির সঙ্গে মেসেজে কোহলি লিখেছেন, দুষ্টুমির সঙ্গী। ভাইপো সম্পর্কে লিখেছেন, 'এটা একটা মিষ্টি শয়তান'।






কোহলির এই ছবিতে দেখা যাচ্ছে যে, তিনি হেয়ারস্টাইলও বদলে ফেলেছেন। এবার ক্রু কাট হেয়ার স্টাইলে দেখা যাচ্ছে তাঁকে।
কয়েকদিন আগেই দিল্লিতে এক অনুষ্ঠানে নিজের অনুরাগীদের সঙ্গে হাল্কা মেজাজে দেখা গিয়েছিল কোহলিকে।