অস্ট্রেলিয়ার কেউ কেউ ভালও, বিরাট এটা না মানলে খারাপ লাগবে: ওয়ার্ন
Web Desk, ABP Ananda | 31 Mar 2017 05:43 PM (IST)
মেলবোর্ন: অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম, প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেট অস্ট্রেলিয়া বনাম ভারতের অধিনায়ক বিরাট কোহলির কথার লড়াইয়ে এবার জড়ালেন প্রাক্তন লেগস্পিনার শেন ওয়ার্ন। তাঁর দাবি, রাগের মাথায় বিরাট বলে ফেলেছেন, তিনি আর অস্ট্রেলিয়ানদের বন্ধু মনে করেন না। এই মনোভাব নিশ্চয়ই বদল করবেন ভারতের অধিনায়ক। সেটা না হলে হতাশ হবেন বলেও জানিয়ে রেখেছেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওয়ার্ন বলেছেন, ‘বিরাটকে আমি পছন্দ করি। ও যেভাবে আবেগ নিয়ে খেলে, সেটা আমার খুব ভাল লাগে। রাগের মাথায় অস্ট্রেলিয়ানদের বন্ধু ভাবে না বলে ফেলেছে বিরাট। ও এখন নিশ্চয়ই ভাবছে, কয়েকজন অসি ক্রিকেটার সত্যিই ভাল। তারা ওর বন্ধু। এটা না হলে আমি হতাশ হব।’ নিজের ক্রিকেটজীবনের কথা উল্লেখ করে ওয়ার্ন বলেছেন, তাঁরও খেলার সময় অনেকবার রাগ হয়েছে। তবে পরবর্তীকালে রাগের মাথায় করা আচরণের কথা ভেবে হাসি পেয়েছে।