নয়াদিল্লি: বিরাট কোহলির নেতৃত্বাধীন বর্তমান ভারতীয় দলকে বোলিং ও ফিল্ডিংয়ে সেরা বলে আখ্যা দিলেও, এই দলের ব্যাটিং বিভাগকে পিছিয়ে রাখছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল। তিনি বলেছেন, ‘এই ভারতীয় দলের ফাস্ট বোলিং আমার দেখা ভারতের সেরা। এই দলের ফিল্ডিংও ভারতের সেরা। তবে এই দল ব্যাটিংয়ে ভারতের সেরা নয়। এই দলের চেয়ে ভারতের আরও ভাল ব্যাটিং আমি দেখেছি।’ ভারতের বোলারদের প্রশংসা করে চ্যাপেল বলেছেন, ‘ভারতের বোলাররা দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। ওরা অস্ট্রেলিয়ানদের পর্যুদস্ত করেছে। অস্ট্রেলিয়ার বোলারদের তুলনায় ভারতের বোলাররা আরও বেশি স্যুইং আদায় করেছে। ভারতের বোলারদের সিম পজিশন খুব ভাল ছিল। সেই কারণেই ওরা অস্ট্রেলিয়ানদের চেয়ে বল বেশি স্যুইং করাতে পেরেছে।’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে চেতেশ্বর পূজারা অসাধারণ পারফরম্যান্স দেখালেও, ভারতের অন্যান্য ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে বড় রান করতে পারেননি। বরং বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। মূলত বোলারদের দাপটেই প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিততে পেরেছে ভারতীয় দল। প্রাক্তন ক্রিকেটাররা বিরাটের দলের প্রশংসা করছেন। তবে বরাবরই ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা চ্যাপেল ফের বিতর্ক উস্কে দিলেন।