মুম্বই: এবারের আইপিএল-এ চায়নাম্যান কুলদীপ যাদব ফর্মে না থাকলেও, তাঁর পাশেই দাঁড়ালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে তিনি বলেছেন, কুলদীপ ও লেগস্পিনার যুজবেন্দ্র চাহল ভারতীয় দলের বোলিং আক্রমণের স্তম্ভ।

আজ সাংবাদিক বৈঠকে বিরাট বলেছেন, ‘কুলদীপের মতো এমন একজন ক্রিকেটার যে এত সাফল্য পেয়েছে, তার খারাপ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা খুশি যে বিশ্বকাপের বদলে আইপিএল চলাকালীন ও খারাপ ফর্মে ছিল। ও নিজেকে শুধরে নেওয়ার সময় পেয়েছে। ওর আর চাহলের দক্ষতার সঙ্গে আমরা পরিচিত। ওরা আমাদের বোলিং আক্রমণের দুই স্তম্ভ।’

২০১৭ সাল থেকে একসঙ্গে ভারতীয় দলের হয়ে খেলছেন কুলদীপ ও চাহল। তাঁরা সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত সাফল্য পেয়েছেন। এই দুই স্পিনার ছাড়াও ভারতের বিশ্বকাপ দলে আছেন তিন পেসার জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি ও ভুবনেশ্বর কুমার। এছাড়া অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পাণ্ড্য, বিজয় শঙ্কর, কেদার যাদব ও রবীন্দ্র জাডেজা। আইপিএল-এ চোট পেলেও, এখন ফিট হয়ে উঠেছেন কেদার। তাঁকে নিয়ে চিন্তা নেই বলেই জানিয়েছেন বিরাট।