রাঁচি: ঝাড়খন্ডের রাঁচিতে এই প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলা হবে। চলতি সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। কিন্তু ঘরের ছেলে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে মাঠে দেখা যাবে না। কয়েক বছর আগেই টেস্ট থেকে অবসর নিয়েছেন তিনি। এবার ঘরের ছেলের কাছে বিশেষ অনুরোধ ভারতীয় দলের কোচ অনিল কুম্বলের। তিনি চাইছেন, ম্যাচ চলাকালে মাহি স্টেডিয়ামে আসুন।
রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্টে কোহলি অ্যান্ড কোং খেলতে নামবে তখন দিল্লিতে বিজয় হাজারে ট্রফির নক আউট পর্যায়ের ম্যাচে ঝাড়খন্ডের হয়ে খেলবেন ক্যাপ্টেন কুল। তবে এমন নয় যে, টেস্ট ম্যাচের অনন্ত একটা দিন ধোনির পক্ষে ঘরের মাঠে আসা সম্ভব হবে না। কুম্বলে অনন্ত তেমনটাই মনে করেন।
রাঁচিতে সাংবাদিক বৈঠকে কুম্বলে বলেছেন, আমি আশা করি ধোনি ম্যাচ চলাকালে স্টেডিয়ামে আসবে।হ্যাঁ, ও বিজয় হাজারে ট্রফির নক আউট ম্যাচ খেলতে ব্যস্ত থাকবে। কিন্তু যদিও কোনওভাবে পাঁচদিনের মধ্যে একদিনও ও এখানে আসার ব্যবস্থা করতে পারে, তা দলের পক্ষে দারুন হবে।
আগামীকাল রাঁচিতে তৃতীয় টেস্ট শুরু হচ্ছে। রাঁচিতে এই প্রথম টেস্ট ম্যাচ হবে। দেশের ২৬ তম টেস্ট ম্যাচ খেলার স্টেডিয়াম হল রাঁচি। সেই ম্যাচে থাকছেন না ধোনি।তবে এতে দলের খেলায় কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন কুম্বলে। তিনি বলেছেন, ধোনিকে ছাড়া রাঁচি অন্যরকম। রাঁচির কাছে এটা একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। এখানে প্রথম টেস্ট হচ্ছে, আর ভারতীয় দল খেলছে। তাই প্রচুর সংখ্যায় দর্শক আসবে বলেই আশা করছি।
ঝাড়খন্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনও এই টেস্টকে স্মরনীয় রাখতে চেষ্টার ত্রুটি করছে না। অ্যাসোসিয়েশনের সম্পাদক বলেছেন, ধোনি এখানকার আইকন। দর্শকরা অবশ্যই ওই ঐতিহাসিক মুহূর্তে ওকে মিস করবে। কিন্তু আমরা আশা করছি, প্রত্যেকদিন প্রায় ৩০ হাজার দর্শক আসবে।
রাঁচিতে টেস্ট চলাকালে আসুন মাহি, চাইছেন কুম্বলে
ABP Ananda, web desk
Updated at:
15 Mar 2017 08:58 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -