IPL Final Score, KXIP vs MI: পঞ্জাবকে ৪৮ রানে হারিয়ে দিল মুম্বই

সংযুক্ত আরব আমিরশাহিতে আজই প্রথমবার মুখোমুখি পঞ্জাব-মুম্বই।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 02 Oct 2020 12:31 AM
মুম্বইয়ের হয়ে ব্যাট হাতে ভাল পারফরম্যান্স দেখান অধিনায়ক রোহিত শর্মা (৭০), কাইরন পোলার্ড (৪৭ অপরাজিত), হার্দিক পাণ্ড্য (৩০ অপরাজিত) ও ঈশান কিষাণ (২৮)। পঞ্জাবের কেউই অর্ধশতরান করতে পারেননি। সর্বোচ্চ ৪৪ রান করেন নিকোলাস পুরান।
কিংস ইলেভেন পঞ্জাবকে ৪৮ রানে হারিয়ে এবারের আইপিএল-এ নিজেদের চতুর্থ ম্যাচে দ্বিতীয় জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। আজকের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯১ রান করে মুম্বই। জবাবে ৮ উইকেটে ১৪৩ রানেই থেমে গেল পঞ্জাব।
2nd Innings, Kings Xi Punjab: ২০ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ১৪৩/৮। গৌতম ২২, শামি ২।
2nd Innings, Kings Xi Punjab: ১৯ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ১৩৫/৮। গৌতম ১৫, শামি ১।
জেমস প্যাটিনসনের বলে এলবিডব্লু সরফরাজ খান (৭)। পঞ্জাব ১২১/৭।
2nd Innings, Kings Xi Punjab: ১৭ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ১২১/৬। সরফরাজ ৭, গৌতম ৩।
৭ রান করেই জসপ্রীত বুমরাহর বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন জেমস নিশম। ১১২ রানে ৬ উইকেট হারাল কিংস ইলেভেন পঞ্জাব।
2nd Innings, Kings Xi Punjab: ১৫ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ১০৯/৫। নিশম ৬, সরফরাজ ০।
১১ রান করে রাহুল চাহারের বলে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন গ্লেন ম্যাক্সওয়েল। ১০৭ রানে ৫ উইকেট হারিয়ে প্রবল চাপে কিংস ইলেভেন পঞ্জাব। কমছে জয়ের আশা।
2nd Innings, Kings Xi Punjab: ১৪ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ১০৫/৪। ম্যাক্সওয়েল ১০, নিশম ৩।
২৭ বলে ৪৪ রান করে জেমস প্যাটিনসনের বলে কুইন্টন ডি ককের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন নিকোলাস পুরান। ১০১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে কিংস ইলেভেন পঞ্জাব।
2nd Innings, Kings Xi Punjab: ১৩ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ৯৯/৩। পুরান ৪২, ম্যাক্সওয়েল ৯।
2nd Innings, Kings Xi Punjab: ১২ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ৯৪/৩। পুরান ৩৮, ম্যাক্সওয়েল ৮।
2nd Innings, Kings Xi Punjab: ১১ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ৮৭/৩। পুরান ৩২, ম্যাক্সওয়েল ৭।
2nd Innings, Kings Xi Punjab: ১০ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ৭২/৩। পুরান ২১, ম্যাক্সওয়েল ৪।
2nd Innings, Kings Xi Punjab: ৯ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ৬৪/৩। পুরান ১৫, ম্যাক্সওয়েল ২।
১৭ রান করে রাহুল চাহারের বলে বোল্ড হয়ে গেলেন কে এল রাহুল। ৬০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে কিংস ইলেভেন পঞ্জাব।
2nd Innings, Kings Xi Punjab: ৮ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ৬০/২। রাহুল ১৭, পুরান ১৪।
2nd Innings, Kings Xi Punjab: ৭ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ৪৫/২। রাহুল ১৬, পুরান ৩।
2nd Innings, Kings Xi Punjab: ৬ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ৪১/২। রাহুল ১৪, পুরান ১।
কোনও রান না করেই ক্রুণাল পাণ্ড্যর বলে বোল্ড হয়ে গেলেন করুণ নায়ার। পরপর ২ উইকেট হারাল পঞ্জাব।
2nd Innings, Kings Xi Punjab: ৫ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ৩৮/১। রাহুল ১২, নায়ার ০।
২৫ রান করে জসপ্রীত বুমরাহর বলে বোল্ড হয়ে গেলেন ময়ঙ্ক অগ্রবাল। ৩৮ রানে প্রথম উইকেট হারাল কিংস ইলেভেন পঞ্জাব।
2nd Innings, Kings Xi Punjab: ৪ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ৩৭/০। রাহুল ১১, ময়ঙ্ক ২৫।
2nd Innings, Kings Xi Punjab: ৩ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ৩৩/০। রাহুল ৯, ময়ঙ্ক ২৩।
2nd Innings, Kings Xi Punjab: ২ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ২৪/০। রাহুল ৮, ময়ঙ্ক ১৫।
2nd Innings, Kings Xi Punjab: প্রথম ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ১২/০। রাহুল ৫, ময়ঙ্ক ৭।
কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ওপেন করতে নামলেন কে এল রাহুল ও ময়ঙ্ক অগ্রবাল। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বোলিং আক্রমণ শুরু করলেন ট্রেন্ট বোল্ট।
টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স করল ৪ উইকেটে ১৯১ রান। অধিনায়ক রোহিত শর্মা করেন ৭০ রান। ঈশান কিষাণ করেন ২৮ রান। শেষদিকে ঝোড়ো ব্যাটিং করেন কাইরন পোলার্ড ও হার্দিক পাণ্ড্য। পোলার্ড ২০ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন। হার্দিক ১১ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন।
1st Innings, Mumbai Indians: ২০ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১৯১/৪। পোলার্ড ৪৭, হার্দিক ৩০।
1st Innings, Mumbai Indians: ১৯ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১৬৬/৪। পোলার্ড ২৯, হার্দিক ২৩।
1st Innings, Mumbai Indians: ১৮ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১৪৭/৪। পোলার্ড ১৬, হার্দিক ১৮।
1st Innings, Mumbai Indians: ১৭ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১২৯/৪। পোলার্ড ১৫, হার্দিক ১।
দুর্দান্ত ফিল্ডিং গ্লেন ম্যাক্সওয়েলের। বাউন্ডারি লাইনের ধারে রোহিত শর্মার ক্যাচ ধরে শরীরের ভারসাম্য ঠিক রাখতে না পেরে মাঠের বাইরে চলে যাওয়ার আগে তিনি বলটি ছুঁড়ে দিলেন সতীর্থ জেমস নিশমের দিকে। ৭০ রান করে ফিরলেন রোহিত।
1st Innings, Mumbai Indians: ১৬ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১২৪/৩। রোহিত ৭০, পোলার্ড ১২।
1st Innings, Mumbai Indians: ১৫ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১০২/৩। রোহিত ৪৯, পোলার্ড ১১।
1st Innings, Mumbai Indians: ১৪ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৮৭/৩। রোহিত ৪৩, পোলার্ড ২।
২৮ রান করে কৃষ্ণাপ্পা গৌতমের বলে করুণ নায়ারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ঈশান কিষাণ। ৮৩ রানে ৩ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স।
1st Innings, Mumbai Indians: ১৩ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৮৩/২। রোহিত ৪১, ঈশান ২৮।
1st Innings, Mumbai Indians: ১২ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৮০/২। রোহিত ৪০, ঈশান ২৬।
1st Innings, Mumbai Indians: ১১ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৭৩/২। রোহিত ৩৮, ঈশান ২৩।
1st Innings, Mumbai Indians: ১০ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৬২/২। রোহিত ৩৬, ঈশান ১৪।
1st Innings, Mumbai Indians: ৯ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৫৮/২। রোহিত ৩৪, ঈশান ১২।
1st Innings, Mumbai Indians: ৮ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৫১/২। রোহিত ২৯, ঈশান ১০।
1st Innings, Mumbai Indians: ৭ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৪৭/২। রোহিত ২৭, ঈশান ৮।
1st Innings, Mumbai Indians: ৬ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৪১/২। রোহিত ২২, ঈশান ৭।
1st Innings, Mumbai Indians: ৫ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২৯/২। রোহিত ১১, ঈশান ৬।
1st Innings, Mumbai Indians: ৪ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২২/২। রোহিত ১০, ঈশান ১।
পঞ্জাবের হয়ে চতুর্থ ওভারে বোলিং করতে এলেন রবি বিষ্ণোই। তাঁর ওভারে উঠল ৪ রান।
১০ রান করে রান আউট হয়ে গেলেন সূর্যকুমার যাদব। দ্বিতীয় উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স।
1st Innings, Mumbai Indians: ৩ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১৮/১। রোহিত ৯, সূর্যকুমার ৯।
দ্বিতীয় ওভারের শেষ বলে রোহিতের বিরুদ্ধে এলবিডব্লুর আবেদন জানান শামি। মাঠের আম্পায়ার আউটও দিয়ে দেন। তবে রোহিত ডিআরএস নেন। তাতে দেখা যায়, বলটি উইকেটের বাইরে দিয়ে চলে যাচ্ছিল। ফলে সিদ্ধান্ত বদলে রোহিতকে নট-আউট ঘোষণা করা হয়।
1st Innings, Mumbai Indians: ২ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৮/১। রোহিত ৮, সূর্যকুমার ০।
পঞ্জাবের হয়ে দ্বিতীয় ওভারে বোলিং করতে এলেন মহম্মদ শামি। তাঁর ওভারে উঠল ৮ রান।
তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএল-এ ৫,০০০ রান পূর্ণ করলেন রোহিত শর্মা।
1st Innings, Mumbai Indians: প্রথম ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ০/১। রোহিত ০, সূর্যকুমার ০।
পঞ্চম বলেই কোনও রান না করে বোল্ড কুইন্টন ডি কক। শুরুতেই উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেন করতে নামলেন রোহিত শর্মা ও কুইন্টন ডি কক। কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে বোলিং আক্রমণ শুরু করলেন শেল্ডন কট্রেল।
আজকের ম্যাচে মুম্বইয়ের দলে কোনও বদল হয়নি। পঞ্জাবের দলে একটাই বদল হয়েছে। মুরুগান অশ্বিনের বদলে দলে এসেছেন কৃষ্ণাপ্পা গৌতম।
কিংস ইলেভেন পঞ্জাব দল- কে এল রাহুল (অধিনায়ক), ময়ঙ্ক অগ্রবাল, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, করুণ নায়ার, জেমস নিশম, সরফরাজ খান, কৃষ্ণাপ্পা গৌতম, মহম্মদ শামি, শেল্ডন কট্রেল ও রবি বিষ্ণোই।
মুম্বই ইন্ডিয়ান্স দল- রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, হার্দিক পাণ্ড্য, কাইরন পোলার্ড, ক্রুণাল পাণ্ড্য, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাহ।

প্রেক্ষাপট

আবু ধাবি: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল-এর ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক কে এল রাহুল। ফলে প্রথমে ব্যাটিং করছে মুম্বই ইন্ডিয়ান্স। আজ দু’দলই চতুর্থ ম্যাচ খেলতে নামছে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.