নয়াদিল্লি: বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) বর্তমানে খবরের শিরোনামে। একাধিক রিপোর্ট অনুযায়ী তাঁকে দলে নেওয়ার জন্য আগ্রহী সৌদি আরবের ক্লাব আল হিলাল (Al Hilal)। তাঁর জন্য রেকর্ড ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও সৌদি ক্লাবের তরফে প্যারিস সঁ জরমঁকে (Paris Saint-Germain) দেওয়া হয়েছে বলে খবর। পিএসজিও সেই প্রস্তাব মেনে নিয়েছে বলে রিপোর্ট দাবি করা হয়েছে। এবার গোটা বিষয়ে প্রথমবার ফরাসি মহাতারকা নিজের প্রতিক্রিয়া জানালেন।


বর্তমানে সোশ্যাল মিডিয়া এমবাপের দলবদল নিয়ে সরগরম। এরই সুযোগে এনবিএ তারকা জিয়ান্নিস এক মজাদার পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেই পোস্টে তিনি এমবাপের বদলে আল হিলালকে তাঁকে সই করার আবেদন জানান। নিজের একটি সেলফি দিয়ে তাঁর ক্যাপশনে জিয়ান্নিস লেখেন, 'আল হিলাল আপনারা আমায় দলে নিতে পারেন। আমায় কিন্তু কিলিয়ান এমবাপের মতোই দেখতে'। কিলিয়ান এমবাপেকে কিন্তু হাসির ইমোজি দিয়ে এনবিএ তারকার সেই পোস্ট রিশেয়ার করেন। আল হিলালে যোগদান প্রসঙ্গে এর আগে কোনওরকমভাবে কোনও প্রতিক্রিয়া দেননি এমবাপে। সেই অর্থে এটাই তাঁর প্রথম প্রতিক্রিয়া।


 






কিলিয়ান এমবাপের সঙ্গে প্যারিস সঁ জরমের সম্পর্কের তিক্ততা ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে। এমবাপের সঙ্গে পিএসজির আর এক বছরের চুক্তি বাকি রয়েছে। পিএসজি এমবাপের চুক্তি বাড়াতে আগ্রহী হলেও, ফরাসি তারকা চুক্তি বাড়াতে আগ্রহী নন। বরং তিনি নিজের চুক্তি পূরণ করে পরের বছরই ক্লাব ছাড়তে আগ্রহী। পিএসজি আবার দলের মহাতারকাকে কোনওভাবেই ফ্রিতে ক্লাব ছাড়তে দিতে আগ্রহী নয়। সেই কারণেই তাঁরা এমবাপেকে ট্রান্সফার লিস্টও করে দিয়েছেন বলে খবর। এই নিয়েই ক্লাব ও খেলোয়াড়ের মধ্যে টানাপোড়েন অব্যাহত।


এরই মাঝে এমবাপেকে দলে নেওয়ার জন্য মরিয়া সৌদি আরবের ক্লাব আল হিলাল। খবর অনুযায়ী, এমবাপের সঙ্গে চুক্তি সংক্রান্ত কথা বলতে আগ্রহী আল হিলাল। সেই কারণেই আল হিলালের তরফে প্রাথমিকভাবে ৩০০ মিলিয়ন ইউরোর মৌখিক প্রস্তাবও নাকি পিএসজিকে দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। যদি এই চুক্তি মেনে নেওয়া হয়, তাহলে তা কোনও ফুটবলারের জন্য বিশ্বের সর্বকালের সর্বোচ্চ ট্রান্সফার ফি হবে। এমবাপেকে ৭০০ মিলিয়ন প্রতি বছরের রেকর্ড বেতন দিতেও রাজি আল হিলাল। এবার এমবাপে কী করেন, সেটাই দেখার বিষয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: লক্ষ্য এশিয়ান গেমস, আগরতলায় জোরকদমে প্রস্তুতি সারছেন দীপা কর্মকার