কলম্বো: দেশের ক্রীড়ামন্ত্রীকে বাঁদরের সঙ্গে তুলনা করে তদন্তের মুখে শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা। ক্রীড়ামন্ত্রী তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও শ্রীলঙ্কা উঠতে পারেননি। এরপরই জাতীয় দলের ক্রিকেটারদের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন ক্রীড়ামন্ত্রী দাবাসিরি জয়শেখর। তিনি বলেছেন, ক্রিকেটাররা খুব মোটা। অনেক ক্রিকেটারেরই এত বেশি ভুঁড়ি রয়েছে যে তাঁরা ছুটতে পারেন না। অনেক সময় তাঁরা ক্যাচও ধরতে পারেন না।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ লিগে পাকিস্তানের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে সরফরাজ আহমেদের ক্যাচ দুবার মিস হয়। দুই বারই বোলার ছিলেন মালিঙ্গা। শেষপর্যন্ত সরফরাজকে আউট না করার মাশুল দিতে হয় শ্রীলঙ্কাকে। হেরে প্রতিযোগিতা থেকে তারা বিদায় নেয়।
মন্ত্রীর এর জবাবে একটি টেলিভিশন চ্যানেলকে মালিঙ্গা বলেন, মন্ত্রী তো খেলা সম্পর্কে কিছুই জানেন না। তাঁর এ ধরনের সমালোচনায় জবাব দেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। এরপরই মালিঙ্কা বলেন, এ যেন টিয়াপাখির বাসায় ঢুকে পড়ে বাঁদর ওই বাসার সমালোচনা করছে।
মালিঙ্গার এই মন্তব্যে ক্ষুব্ধ মন্ত্রী বলেছেন, তিনি এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন। তাঁর মন্তব্য শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে চুক্তি লঙ্ঘন করেছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও বলেছেন, খেলোয়াড়দের সমালোচনা করতে গিয়ে তিনি মালিঙ্গার নাম করেননি। কিন্তু এ সত্ত্বেও মালিঙ্গা তাঁকে প্রকাশ্যে আক্রমণ করেছেন।
শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীকে বাঁদরের সঙ্গে তুলনা, তদন্তের মুখে লাসিথ মালিঙ্গা
ABP Ananda, web desk
Updated at:
23 Jun 2017 01:47 PM (IST)
লাসিথ মালিঙ্গা
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -