সিডনি: সিরিজের প্রথম ওয়ান ডে হয়েছিল দর্শকশূন্য স্টেডিয়ামে। সিডনিতে ফাঁকা মাঠে। তবে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আতঙ্কের জেরে এবার স্থগিত হয়ে গেল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ওয়ান ডে সিরিজের বাকি দুই ম্যাচ। ১৫ ও ২০ মার্চ যে দুটি ম্যাচ খেলার কথা ছিল।

নিউজিল্যান্ডে সতর্কতা হিসাবে বিদেশ থেকে আসা সকলকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। তাই সাবধানতা হিসাবে গোটা ক্রিকেট দলকে দেশে ফেরাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

ওয়ান ডে সিরিজের পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলার কথা ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের। ২৪, ২৭ ও ২৯ মার্চ। সেই টুর্নামেন্টও স্থগিত করে দেওয়া হয়েছে।