মস্কো: বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় পেল উরুগুয়ে। মিশরকে ১-০ গোলে হারিয়ে দিলেন লুই সুয়ারেজ, এডিনসন কাভানিরা। শেষপর্যন্ত লড়াই করেও, ৯০ মিনিটে গোল খেয়ে তিন পয়েন্ট হারাল মিশর। দুরন্ত হেডে গোল করেন হোসে গিমেনেজ। এই ম্যাচে দলের সেরা তারকা মহম্মদ সালাহকে মাঠে নামাননি মিশরের কোচ হেক্টর কাপার। রিজার্ভ বেঞ্চে বসে দলের হার দেখতে হল হতাশ সালাহকে।
শুরু থেকেই এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। ধারে-ভারে অনেক এগিয়ে থাকা উরুগুয়ের সঙ্গে সমানতালে লড়াই চালাচ্ছিলেন মিশরের ফুটবলাররা। বিশেষ করে গোলরক্ষক মহম্মদ আল শেনাউই অসাধারণ পারফরম্যান্স দেখান। তাঁর জন্যই একাধিকবার গোলের সুযোগ পেয়েও, জালে বল জড়াতে পারেননি সুয়ারেজ-কাভানিরা। শেষপর্যন্ত অবশ্য গোল পায় উরুগুয়ে। যার ফলে প্রথম ম্যাচেই তিন পয়েন্ট নিশ্চিত হয়। এর ফলে গ্রুপ এ-তে রাশিয়া ও উরুগুয়ে দু’দলেরই পয়েন্ট তিন। রাশিয়া অবশ্য গোলপার্থক্যে এগিয়ে।
মাঠে নামলেন না সালাহ, গিমেনেজের শেষমুহূর্তের গোলে মিশরের বিরুদ্ধে জয় উরুগুয়ের
Web Desk, ABP Ananda
Updated at:
15 Jun 2018 07:43 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -