কলকাতা: খাতায় কলমে হলেও বর্ষা ঢুকেছে বঙ্গে!কিন্তু, চাতকের মতো আকাশের দিকে তাকিয়ে বসে রয়েছে গোটা দক্ষিণবঙ্গ!!সকাল থেকে চড়া রোদ্দুর! বাইরে বেরোলে তীব্র অস্বস্তি! ঘেমে-নেয়ে একেবারে নাজেহাল দশা! রুমাল ভিজে সপসপ! ঘামে চিটচিটে জামা! বললে কেউ বিশ্বাসই করবে না যে, খাতায়-কলমে বর্ষা ঢুকেছে বঙ্গে! এই পরিস্থিতিতে মানুষের অস্বস্তি বাড়িয়ে দিয়ে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন বজায় থাকবে চরম অস্বস্তি!
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গে বর্ষার আগমনের পর তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আর্দ্রতা। তাই অস্বস্তি চরমে। আগামী কয়েকদিন, এই আবহাওয়া থেকে রেহাই মিলবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
দুপুর গড়াই সূর্য মাথার ওপরে, যেন আগুন ঝরাচ্ছে। গোটা দক্ষিণবঙ্গে যখন এই পরিস্থিতি, তখন উত্তরবঙ্গের আকাশে কালো মেঘের ঘনঘটা। বৃষ্টি হচ্ছে দফায় দফায়। অথচ বললে বিশ্বাস হবে না, যে কলকাতার একদিন পর বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে!! এতে উত্তরবঙ্গবাসী স্বস্তি পেলেও, দক্ষিণবঙ্গে এখন শুধুই অস্বস্তিকর গরম!!