ক্রাইস্টচার্চ: একদিনের আন্তর্জাতিকে টম লাথামের সর্বোচ্চ ১৩৭ রান এবং কলিন মুনরোর ৮৭ রানের সুবাদে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭৭ রানে হারিয়ে দিল নিউজিল্যান্ড। ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েও বাংলাদেশকে জেতাতে পারলেন না সাকিব আল হাসান।


এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। পঞ্চম উইকেটে লাথাম ও মুনরোর জুটিতে যোগ হয় ১৫৮ রান। এর ফলেই ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪১ রান করে নিউজিল্যান্ড। সাকিব তিনটি এবং তাস্কিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান দুটি করে উইকেট নেন। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ম্যাচে এটাই নিউজিল্যান্ডের সর্বোচ্চ স্কোর।

বিশাল টার্গেট তাড়া করতে নেমে তামিম ইকবাল (৩৮) শুরুটা খারাপ করেননি। সাকিব (৫৯), মুশফিকুর রহিম (৪২), মোসাদ্দেক হোসেনরাও (৫০ অপরাজিত) লড়াই করেন। কিন্তু তা সত্ত্বেও ৪৪.৫ ওভারে ২৬৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।