নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে সুসম্পর্ক বজায় আছে। তাঁদের সম্পর্কে চিড় ধরেনি। এমনই দাবি করলেন রবিচন্দ্রন অশ্বিন। গত কয়েকদিন ধরে চলা বিতর্ক থামানোর জন্যই তিনি মুখ খুললেন।


আইসিসি-র বিচারে ২০১৬ সালে বর্ষসেরা ক্রিকেটার এবং বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হওয়ার পর পরিবার, জাতীয় দলের সতীর্থদের এই পুরস্কার উৎসর্গ করেন অশ্বিন। ধোনির নাম উল্লেখ করলেও, ভারতীয় টেস্ট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ হন অশ্বিন। এই কারণে ধোনির ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাঁকে কটূক্তি করতে থাকে। ধোনির সঙ্গে অশ্বিনের সম্পর্ক নিয়েও সংবাদমাধ্যমে জল্পনা শুরু হয়ে যায়। এক অনুরাগীর ট্যুইট রিট্যুইট করে সেই জল্পনা থামালেন অশ্বিন।