নয়াদিল্লি: গ্রুপের শীর্ষে থাকার সুবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমি-ফাইনাল ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাওয়া সত্ত্বেও টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। এই প্রথম টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠলেন হরমনপ্রীত কউররা। এই সাফল্যের জন্য তাঁদের অভিনন্দন জানালেও, আজকের খেলা না হওয়ায় ট্যুইটারে হতাশা প্রকাশ করেছেন ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সহবাগের মতো প্রাক্তন ক্রিকেটাররা। সেমি-ফাইনাল ভেস্তে যাওয়া নিয়ে কোনও মন্তব্য না করলেও, ট্যুইট করে মহিলা দলকে অভিনন্দন জানিয়েছেন পুরুষদের দলের অধিনায়ক বিরাট কোহলি। ঝুলন গোস্বামী, মিতালি রাজও ট্যুইট করে প্রাক্তন সতীর্থদের অভিনন্দন জানিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মার্ক ওয়া আবার রিজার্ভ ডে না রাখা নিয়ে আইসিসি-র সমালোচনা করেছেন।

ধারাভাষ্যকার হর্ষ ভোগলে ট্যুইটে লিখেছেন, ‘এটা ফাইনালে ওঠার আদর্শ পথ নয়। তবে এটা গ্রুপের শীর্ষে থাকা এবং দুর্দান্ত ক্রিকেট খেলার পুরস্কার। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অসাধারণ ছিল।’

সহবাগের ট্যুইট, ‘সেমি-ফাইনাল ম্যাচ দেখতে পারলে খুব ভাল লাগত। কিন্তু ইন্দ্রদেবতাকে কে হারাবে! পরিশ্রমের ফল ভালই হয়। গ্রুপ পর্যায়ের সব ম্যাচ জেতার পুরস্কার পেল ভারত। অভিনন্দন ও রবিবারের জন্য শুভেচ্ছা।’

রবিবার আন্তর্জাতিক নারী দিবস। সেদিনই মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনাল। সে কথা উল্লেখ করে লক্ষ্মণের ট্যুইট, ‘খেলা দেখতে পারলে দারুণ লাগত। তবে মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠায় ভারতীয় দলকে অভিনন্দন। গ্রুপ পর্যায়ের চারটি ম্যাচই জেতার পুরস্কার পেল ভারতীয় দল। আন্তর্জাতিক নারী দিবসে ফাইনালের জন্য মেয়েদের শুভেচ্ছা।’

চলতি প্রতিযোগিতার প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় ভারত। পরের ম্যাচে জয় আসে বাংলাদেশের বিরুদ্ধে। এরপর নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাকেও হারিয়ে দেন শেফালি বর্মা, পুনম যাদবরা।  গ্রুপ পর্যায়ে এই চমকপ্রদ পারফরম্যান্সই ভারতকে ফাইনালে নিয়ে গেল। দ্বিতীয় সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার খেলাটি যদি হয়, তাহলে যে দল জিতবে, তারাই ফাইনালে ভারতের মুখোমুখি হবে। আর যদি এই ম্যাচটিও না হয়, তাহলে গ্রুপ বি-র শীর্ষে থাকার সুবাদে ভারতের মতোই ফাইনালে চলে যাবে দক্ষিণ আফ্রিকা।