কলকাতা: গতকালই লক্ষ্মীরতন শুক্ল যে বাংলার কোচ (Bengal Coach) হতে চলেছেন তা নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল। সেই জল্পনাতে শিলমোহর পড়ল আজ। আনুষ্ঠানিকভাবে বাংলার কোচের দায়িত্ব তুলে দেওয়া হল লক্ষ্মীরতন শুক্লর (Laxmi Ratan Shukla) হাতে।
মঙ্গলবার (২৬ জুলাই) শীর্ষকর্তাদের উপস্থিতিতেই দলের প্রাক্তন অধিনায়ককে দলের দায়িত্ব দেওয়া হল। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া (Avishek Dalmiya) লক্ষ্মীকে দলের নতুন কোচ ঘোষণা করে জানান, 'লক্ষ্মীরতন শুক্লকে সিনিয়র বাংলা দলের কোচের দায়িত্ব দিতে পেরে আমি খুব খুশি। সবদিক বিচার বিবেচনা করে ওকেই আমাদের এই পদের জন্য যোগ্য বলে মনে হয়েছে। বাংলা ক্রিকেটের প্রতি ওর দায়বদ্ধতার কথা আমরা সকলেই জানি এবং আমি আশাবাদী ওর অধীনে বাংলা নতুন উচ্চতায় পৌঁছবে।'
দায়িত্ব নিয়েই লক্ষ্মীরতনও নিজের লক্ষ্যটা স্পষ্ট করে দিলেন। সিনিয়র দল এক দশকেরও অধিক সময় ধরে কোনও ট্রফি জেতেনি। সেই ট্রফির খরা কাটানোই তার প্রধান এবং আসল লক্ষ্য। তিনি বলেন, 'আমি বরাবরই নতুন চ্যালেঞ্জ নিতে ভালবাসি। অতীতে বাংলার হয়ে সকল কোচই ভাল করেছেন। আমরা ট্রফি জয়ের অনেক কাছাকাছি পৌঁছেও ট্রফি জিততেন পারিনি। আমাদের নতুন মরসুমে শীর্ষে পৌঁছনোর লক্ষ্য নিয়েই আবার এগোতে হবে।'
দলের কোথায় উন্নতি করতে হবে, সেই জায়গাটাও বুঝিয়ে দিলেন লক্ষ্মী। 'আমি বিশ্বাস করি সবই সম্ভব। প্রতিভা না থাকলে এই জায়গায় কোনও খেলোয়াড়ই পৌঁছতে পারে না। আমাদের শুধু চাপের মুখে নিজেদের সেরাটা দেওয়া প্রয়োজন। সেই জায়গাটায় আরেকটু উন্নতি করতে হবে। নতুন বছর, নতুন মরসুমে আমরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।' সাফ কথা বাংলার নতুন কোচের।
প্রধান কোচ ঘোষণা করার পাশাপাশি সিনিয়র দলের আরও দুই গুরুত্বপূর্ণ কোচের নামও আজ ঘোষণা করেন অভিষেক ডালমিয়া। কোচ বদল হলেও, আগের কোচ অরুণ লালের সঙ্গে কাজ করা সৌরাশিস লাহিড়ীই দলের সহকারী কোচ হিসাবে কাজ চালিয়ে যাবেন বলেও সিএবির তরফে জানানো হয়। পাশাপাশি দলের প্রাক্তন কোচ ডব্লু ভি রমনকে দলের ব্যাটিং পরামর্শদাতা হিসাবে নিয়োগ করা হয়েছে। এই রমনের অধীনেই বাংলা কিন্তু শেষবার ট্রফির স্বাদ পেয়েছিল। নতুন মরসুমে কোচিং স্টাফে এই বদল বাংলার ভাগ্য বদলাতে পারে কিনা, এখন সেটাই দেখার।
আরও পড়ুন: তৃতীয় ম্যাচ জিতে ফের এক রেকর্ড গড়ার হাতছানি ভারতের