কলকাতা: গত মরসুমের পর সদ্যই বাংলার কোচের দায়িত্ব ছেড়েছিলেন অরুণ লাল। তারপরে বাংলার কোচের দায়িত্ব কে নিতে চলেছিল, সেই নিয়ে এতদিন জল্পনা চলছিলই। তবে এবার সেই জল্পনার অবসান ঘটতে চলেছে।
কোচের ভূমিকায় লক্ষ্মী
বাংলার কোচ (Bengal Coach) হিসাবে সম্ভবত দায়িত্ব নিতে চলেছেন দলের প্রাক্তন কিংবদন্তি অধিনায়ক লক্ষ্মীরতন শুক্ল (Laxmi Ratan Shukla)। এখনও অবধি সরকারিভাবে সিএবির তরফে কিছু জানানো না হলেও, সবকিছু ঠিকঠাক মঙ্গলবারই (২৫ জুলাই) বাংলা কোচ হিসাবে লক্ষ্মীরতনের নামে শিলমোহর পড়তে চলেছে। এর সঙ্গে বাংলার ব্যাটিং পরামর্শদাতার হিসাবে দায়িত্ব নিতে চলেছেন দলের একদা কোচ ডব্লু ভি রমন (W V Raman)। তার আমলেই শেষবার বাংলার ঘরে ট্রফি এসেছিল। কোচ হিসাবে ২০১০-১১ মরসুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফি জয়ের পর, ২০১১-১২ সালে বাংলাকে বিজয় হাজারে ট্রফি জিতিয়েছিলেন রমন। এবার দায়িত্ব বদলে তিনি ব্যাটিং পরামর্শদাতার ভূমিকায় দলের সঙ্গে কাজ করবেন বলে খবর।
তবে সম্ভবত বাংলার বোলিং পরামর্শদাতা হিসাবে নিজের কাজ চালিয়ে যাবেন শিবশঙ্কর পাল। বোলিং কোচ হিসাবে হালে প্রাক্তন তারকা বোলার অশোক দিন্দার নামও উঠে আসছিল। সিএবির অন্দরমহলের একাংশ পরবর্তী বোলিং কোচ হিসাবে দিন্দাকেই দেখতে চাইছেন বলে শোনা যাচ্ছে। তবে তাকে সম্ভবত বাংলা ক্রিকেটের 'ভিশন' প্রকল্পে কোচিং করানোর দায়িত্ব দেওয়া হবে। আর অরুণ লালের পরে বাংলা দলের যে দায়িত্ব নিয়েছিলেন, সেই সৌরাশিস লাহিড়ী কি দায়িত্ব পেতে চলেছেন?
সূত্রের খবর, প্রাক্তন অফস্পিনারকে পুনরায় বাংলার অনুর্ধ্ব-২৩ বা অনু্র্ধ্ব-২৫ দলের দায়িত্ব দেওয়া হতে পারে। সৌরাশিসের কোচিংয়েই কিন্তু বাংলার অনুর্ধ্ব-২৫ দল সিকে নাইডু ট্রফি জিতেছিল। সোমবার সন্ধেবেলায় সিএবি আধিকারিকরা দীর্ঘক্ষণ বৈঠক করেন। সেই বৈঠকে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্মসচিব দেবব্রত দাসসহ সমস্ত শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার চূড়ান্ত তালিকা প্রকাশ
এই বৈঠকেই বাংলা ক্রিকেট দলের ভবিষ্যত নিয়ে এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরামর্শও নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এবার অপেক্ষা সরকারিভাবে এই সিদ্ধান্তগুলি ঘোষিত হওয়ার। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া অবশ্য জানিয়েছেন মঙ্গলবারই বাংলার কোচিং স্টাফদের চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের ডারবান ফ্রাঞ্চাইজির কোচ হলেন ক্লুজনার