মুম্বই: বলিউডের অন্যতম সুপারস্টার তিনি। এবার ক্রিকেটের সঙ্গেও যুক্ত হলেন। শাহরুখ খান, জুহি চাওলা, প্রীতি জিন্টা, শিল্পা শেট্টিদের পথে হেঁটে।
সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। বলিউডের অভিনেতা বাইশ গজের সঙ্গে যুক্ত হলেন। জিম্বাবোয়েতে (Zimbabwe) শুরু হতে চলেছে ফ্র্যাঞ্চাইজি লিগ। সেখানকারই একটি দল কিনে ফেললেন সঞ্জয় দত্ত। আগামী ২০ জুলাই থেকে শুরু হচ্ছে জিম অ্যাফ্রো টি ১০ ক্রিকেট টুর্নামেন্ট। হারারেতে আগামী ২৯ জুলাই হবে ফাইনাল ম্যাচ। সেই ফ্র্যাঞ্চাইজি লিগেই এবার দল কিনলেন সঞ্জু বাবা।
সঞ্জয় বলেছেন, 'ভারতে ক্রিকেট একটা ধর্মের মতো এবং ক্রীড়াজগতের অন্যতম বৃহত্তর দেশের নাগরিক হিসেবে আমি মনে করি, এই খেলাকে বিশ্বের প্রত্যেক কোণায় ছড়িয়ে দেওয়া আমার কর্তব্য। খেলাধুলোয় জিম্বাবোয়ের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। তার সঙ্গে যুক্ত হতে পেরে এবং ক্রিকেট অনুরাগীদের এই উপহার দিতে পেরে আমি সত্যিই আনন্দিত। আশা করছি, জিম অ্যাফ্রো টি ১০ ক্রিকেট টুর্নামেন্টে হারারে হারিক্যানস ভাল ফল করবে।'
আইপিএল হোক বা বিগ ব্যাশ লিগ - বিশ্বজুড়ে এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের ছড়াছড়ি। আর নামীদামী ব্যক্তিত্বরা সেই লিগের সঙ্গে যুক্ত হচ্ছেন। জনপ্রিয়তার হাতছানি তো রয়েছেই, সেই সঙ্গে বিরাট আয়ের সুযোগও রয়েছে। যে কারণে বেড়ে চলেছে ফ্র্যাঞ্চাইজি লিগের রমরমাও। টি-টোয়েন্টি হোক বা টি-টেন, সব টুর্নামেন্ট ঘিরেই এখন প্রবল উৎসাহ। আর সেই তালিকায় নবতম সংযোজন জিম্বাবোয়ের টি ১০ ফ্র্যাঞ্চাইজি লিগ। সেই ফ্র্যাঞ্চাইজি লিগেই টিম কিনলেন সঞ্জয় দত্ত। দীর্ঘ দিন পর আবার বলিউডের প্রথম সারির কোনও অভিনেতাকে ক্রিকেটের টিম কিনতে দেখা গেল। জিম অ্যাফ্রো টি ১০ টুর্নামেন্টের দল হারারে হ্যারিকেন্সের অন্যতম মালিক এখন বলিউডের সুপারস্টার।
এরিজ গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার সোহন রায়ের সঙ্গে মিলিত ভাবে এই টি ১০ ফ্র্যাঞ্চাইজি লিগের দল কিনেছেন সঞ্জয় দত্ত। জিম্বাবোয়ের এই টি ১০ লিগে মোট পাঁচটি দল খেলবে। হারারে হ্যারিকেন্স ছাড়া বাকি টিমগুলি হল ডারবান কলন্দর্স, কেপটাউন স্যাম্প আর্মি, বুলাওয়ো ব্রেভস এবং জো'বার্গ লায়ন্স। আগামী ২ জুলাই ক্রিকেটারদের ড্রাফ্টিং হবে।