কলকাতা: আজ দুপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে।


ফের প্রশ্নের মুখে:
হাইকোর্টে ফের প্রশ্নের মুখে রাজ্য নির্বাচন কমিশন। 'এখনও স্পষ্ট নয় কমিশনের পরিকল্পনা', মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির। 'চাইলে আরও বাহিনীর জন্য আবেদন করতে পারবে কমিশন', জানিয়ে দিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। '২০১৩-র মডেল অনুসরণ করলে আরও কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব।' আদালতে জানালেন কেন্দ্রের আইনজীবী। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। হাইকোর্টের বিচারপতির মন্তব্য, 'নজরদারির জন্য আপনারা কী পদক্ষেপ নিয়েছেন সেটা স্পষ্ট নয়। এখনও রাজ্য নির্বাচন কমিশনের কোনও পরিকল্পনা আদালতের কাছে স্পষ্ট নয়।'


আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী:
রাজ্যে পঞ্চায়েত ভোটে ৩৩৭ কোম্পানি বাহিনী মঞ্জুর করার নির্দেশিকা ইতিমধ্যেই জারি হয়েছে। আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে আনতে ফের চিঠি কমিশনের। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আগেই বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। প্রথম ধাপে ২২ কোম্পানি, পরের ধাপে আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাতে জারি হয় বিজ্ঞপ্তি। এর মধ্যে সিআরপিএফ থাকবে ৫০ কোম্পানি, বিএসএফ থাকবে ৬০ কোম্পানি। ২০ কোম্পানি আইটিবিপি, ২৫ কোম্পানি এসএসবি, ২০ কোম্পানি আরপিএফ আসছে রাজ্যে। ২০ কোম্পানি আরপিএফ মোতায়েন হবে রাজ্যে। বাকি ১২ টি রাজ্য থেকে স্পেশাল আর্মড পুলিশ ফোর্স থাকবে ১১৫ কোম্পানি।


পঞ্চায়েত অশান্তিতে রিপোর্ট তলব:
ক্যানিংয়ে মনোনয়নপর্বে অশান্তি, রিপোর্ট তলব হাইকোর্টের। রাজ্য় নির্বাচন কমিশনের রিপোর্ট তলব। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। ক্য়ানিং ১ ব্লকে বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ। সোমবারের মধ্য়ে হলফনামা তলব হাইকোর্টের। অন্যদিকে এরই মধ্যে উলুবেড়িয়া ১-এর সিপিএম প্রার্থীদের নথি বিকৃত করার অভিযোগ উঠেছিল বিডিও-র বিরুদ্ধে। সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই রায়কে চ্যালেঞ্জ করে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। তাতেই আগামী সোমবার পর্যন্ত সিবিআই তদন্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সেই মামলার শুনানি শেষ হল, রায়দান আগামী সোমবার।


তৃণমূল নেতা খুনে গ্রেফতার:
পুরুলিয়ায় তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার করা হল কংগ্রেসের এক প্রার্থী সহ ২ জনকে। গতকাল আদ্রায়, পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে খুন করা হয় তৃণমূলের টাউন সভাপতি ধনঞ্জয় চৌবেকে। সেই ঘটনায় পুরুলিয়ার ডেকো গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী আরশাদ হোসেনকে গ্রেফতার করল পুলিশ। এছাড়াও এনডি জামাল নামে আরেক ব্য়ক্তিকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূল নেতা খুনের ঘটনার প্রতিবাদে থমথমে আদ্রা। আদ্রা স্টেশন রোডে সকাল থেকে বিক্ষোভ দেখান তৃণমূল নেতা-কর্মীরা। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। গতকাল বাইকে এসে পার্টি অফিসের সামনেই তৃণমূল নেতাকে ৭ রাউন্ড গুলি করেছিল আততায়ীরা।


পাটনায় বিরোধীদের মেগা-বৈঠক:
মিশন ২০২৪, লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোটের সলতে পাকানো শুরু। পাটনায় বিরোধীদের মেগা-বৈঠক, তাতে সামিল ১৫টি বিরোধী দল। কংগ্রেসের রাহুল গাঁধী থেকে আপের অরবিন্দ কেজরিওয়াল, এনসিপি প্রধান শরদ পওয়ার, ডিএমকে প্রধান এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন উপস্থিত বৈঠকে। বৈঠকে সামিল লালুপ্রসাদ যাদব, তেজস্বী যাদব। বৈঠকে যোগ দিয়েছেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি। বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবারই পাটনায় পৌঁছেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।  'আমরা বিরোধীরা মিলে বিজেপিকে হারাতে চলেছি', মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে জোট-বার্তা রাহুল গাঁধীর।


আরও পড়ুন: প্রতিদিন নিয়মিত মধু সেবনে কী কী উপকার হতে পারে আমাদের স্বাস্থ্যের?