ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো: সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দুই বারের বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজ (West Indies Cricketer) তারকা দীনেশ রামদিন। তার ২৪ ঘণ্টার মধ্যেই আরও এক বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিয়ান অবসর নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ঘটনাক্রমে, তিনিও রামদিনের মতোই ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মানুষ।


কে সেই তারকা ক্রিকেটার? তিনি আর কেউ নন, ওয়েস্ট ইন্ডিজের তারকা টপ অর্ডার ব্যাটার লেন্ডল সিমন্স (Lendl Simmons)। ২০০৬ সালের ডিসেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক ঘটিয়েছিলেন সিমন্স। তারপর জাতীয় দলের হয়ে সব ফর্ম্যাট মিলিয়ে মোট ১৪৪টি ম্যাচ খেলেছেন সিমন্স। আন্তর্জাতিক স্তরে ৩৭৬৩ রান করেছেন তিনি। ২০১৬ সালে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী (ICC T20 World Cup) দলের সদস্য ছিলেন সিমন্স। 


ভারতের স্বপ্নভঙ্গ করেন সিমন্স


সেই বিশ্বকাপে ওয়াংখেড়ে ময়দানে ভারতের বিরুদ্ধে সিমন্সের অনবদ্য অপরাজিত ৮২ রানের ইনিংসের দৌলতেই জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ভেঙে গিয়েছিল ঘরের মাঠে ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন। সেই সিমন্সই অবসর নিলেন। ওয়েস্ট ইন্ডিজ জার্সিতে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই শেষবারের মতো মাঠে নেমেছিলেন ডান-হাতি ব্যাটার। তারপর আর জাতীয় দলে সুযোগ পাননি। সেই জেরেই সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তিনি।


খেলবেন ফ্রাঞ্চাইজি ক্রিকেট


নিজের এজেন্সির মাধ্যমে অবসরের কথা জানান সিমন্স। তার এজেন্সির তরফে জানানো হয়, শুক্রবারই (১৬ জুলাই) ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে সরকারিভাবে এক চিঠির দ্বারা নিজের অবসরের বিষয়টা জানিয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা। তবে তা সর্বসমক্ষে এল রবিবার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, রামদিনের মতো সিমন্সও ফ্রাঞ্চাইজ লিগ খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছে তার এজেন্সি। প্রসঙ্গত, সিমন্স ২০১৫ ও ২০১৭ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুই বার আইপিএল খেতাবও জিতেছেন বটে।


আরও পড়ুন: হালে সুযোগ পেতেন না দলে, অবসরই ঘোষণা করে ফেললেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক