লখনউ: গত বছরের শেষ মাসে লিওনেল মেসির (Lionel Messi) বিশ্বজয়ের স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে। কাতারে বিশ্বকাপ (FIFA World Cup 2022) ট্রফি জেতেন মেসি। বিশ্বকাপ ট্রফি হাতে তাঁর পোস্ট করা ছবি সোশ্যাল মিডিয়ায় লাইকের নিরিখে নতুন ইতিহাস গড়ে। তবে সেই সোশ্যাল মিডিয়াতেই নাকি বিশ্বকাপ জয়ের পর পরই ব্লক করে দেওয়া মেসির অ্যাকাউন্ট। কিন্তু কেন?


মেসি ব্লকড


বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণ করে মেসি বলেন, '১৮ ডিসেম্বর আমার গোটা জীবনটাই বদলে যায়। আমি গোটা কেরিয়ারে যে ট্রফি জেতার স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন সত্যি হয়। আমার হোয়াটসঅ্যাপ মেসেজে ভরে যায়। আমার পরিবারের লোকজনকে উত্তর দিতে দিতেই দুই দিন কেটে যায়। ইনস্টাগ্রামে এক মিলিয়ন মেসেজ আসে এবং আমায় ব্লক করে দেওয়া হয়। আমি সর্বাধিক লাইক পাওয়া ছবির লড়াইয়ে ছিলাম। তবে সকলেই আমায় ট্রফি হাতে দেখতে চেয়েছিলেন বলে মনে হয়।' অল্প সময়ের ব্যবধানে এত বেশি মেসেজ আসার ফলেই ইনস্টাগ্রামে মেসির অ্যাকাউন্টটি ব্লক হয়ে যায়। প্রসঙ্গত, বিশ্বকাপের গ্রুপ পর্বে মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচটিকেই কাতার বিশ্বকাপে নিজেদের কঠিনতম ম্যাচ হিসাবে বাছেন আর্জেন্তাইন অধিনায়ক মেসি


শীর্ষে জকোভিচ


সদ্যই নিজের কেরিয়ারের ২২তম গ্র্যান্ড স্ল্যাম হিসাবে এবারের অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন নোভাক জকোভিচ (ATP Rankings)। বছরের প্রথম স্ল্যাম জিতেই ওপেন যুগে যুগ্মভাবে সর্বকালের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা হয়ে গিয়েছেন জকোভিচ। স্ল্যাম জয়ের ফলেই শীর্ষস্থান ফিরে পেলেন 'জোকার'। সদ্য প্রকাশিত এটিপি ব়্যাঙ্কিংয়ে (ATP Rankings) এক নম্বর হলেন জকোভিচ। গত জুনের পর এই প্রথম শীর্ষস্থান দখল করলেন সার্বিয়ান তারকা।


অস্ট্রেলিয়ান ওপেন শুরুর সময় জকোভিচ ব়্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে ছিলেন, শীর্ষে ছিলেন কার্লোজ আলকারাজ। একদিকে জকোভিচের খেতাব জয় এবং অপরদিকে আলকারাজ অস্ট্রেলিয়ান ওপেনে চোটের কারণে অংশগ্রহণ করতে না পারায় ব়্যাঙ্কিংয়ে বদল ঘটল। ১৯৭৩ সালের পর থেকে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে দুই টুর্নামেন্টের মাঝে এত বড় লাফ আর কেউই মারেনি। এটিপি ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে নেমে গেলেন স্পেনের আলকারাজ। ফাইনালে পরাজিত হলেও, স্তেফানোস সিসিপাসের ব়্যাঙ্কিংয়েও উন্নতি। তিনি খেতাব জিততে পারলে তাঁরও এক নম্বর হওয়ার সুযোগ ছিল বটে। তবে ফাইনালে পরাজয়ের ফলে সিসিপাস নতুন ব়্যাঙ্কিংয়ে তিনে রইলেন।


গত বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল (Rafael Nadal) এইবারে শেষ চারেও পৌঁছতে পারেননি। ব়্যাঙ্কিংয়ে তিনি দ্বিতীয় স্থান থেকে এক ধাক্কায় ছয় নম্বরে নেমে গেলেন। অপরদিকে, রাশিয়ান টেনিস তারকা আন্দ্রে রুবলেভ নিজের কেরিয়ার সেরা পঞ্চম স্থানে উঠে এলেন। 


আরও পড়ুন: বিশ্বজয়ী শেফালিদের সংবর্ধনা জানাবেন সচিন