লন্ডন: প্রায় বিগত দুই দশক ধরে বিশ্বফুটবলকে শাসন করেছেন দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ও লিওনেল মেসি (Lionel Messi)। খুব কম রেকর্ডই রয়েছে যা এই দুই ফুটবল তারকার দখলে নেই। মেসি না রোনাল্ডো, কে সেরা সেই নিয়ে দুই তারকার ভক্তদের মধ্যে প্রায়শই বিবাদ লেগে থাকে। সেই বিবাদ এখনও অব্যাহত। মেসি-রোনাল্ডোর মধ্যে মেসিকেই কিন্তু এগিয়ে রাখছেন রোনাল্ডোর প্রাক্তন সতীর্থও।
মেসি সেরা
প্রাক্তন ইংল্যান্ড ডিফেন্ডার ওয়েস ব্রাউনের (Wes Brown) মতে মেসির বিশ্বকাপজয় সেরার দৌড়ে তাঁকে রোনাল্ডোর থেকে এগিয়ে দিয়েছে। রোনাল্ডোর প্রাক্তন ইউনাইটেড সতীর্থ সম্প্রতি বলেন, 'আমার মতে মেসি বিশ্বকাপ জেতায় ও খানিকটা এগিয়ে গিয়েছে। রোনাল্ডোও কিন্তু বরাবরই এই ট্রফিটাই জিততে চেয়েছে। আমার মতে মেসির কথা বললে সবসময়ই রোনাল্ডোর প্রসঙ্গ আসবেই। ওরা দুইজনেই নিঃসন্দেহে বিগত ১৫ বছরের সেরা। মেসি এবং রোনাল্ডো কী করছে না করছে, সেইদিকে কিন্তু সবসময়ই সকলের নজর থাকে।'
ম্যান ইউনাইটেড প্রাক্তনী ভারতীয় ফুটবল নিয়েও নিজের মতামত ব্যক্ত করেন। তিনি ভারতীয় ফুটবলে বেশি করে পরিকাঠামোর দিকেই নজর দেওয়ার পরামর্শ দেন। "সবার আগে পরিকাঠামোগত উন্নতি প্রয়োজন। আমি যখন ওখানে গিয়েছিলাম তখন বিভিন্ন পরিকাঠামো তৈরি হচ্ছিল। আমার মনে হয় সবথেকে বড় সমস্যা হল (ভারতে) সব বাচ্চারা আগে ক্রিকেট খেলে। আমি কিন্তু সেখানে শুরু থেকে শুধু ফুটবলই খেলে এসেছি। এতে খারাপ কিছু নেই। তবে সবকিছু বদলাতে খালি পরিকাঠামোয় অল্প বদল ঘটানোর প্রয়োজন। পরিকাঠামোর উন্নতি হলে খেলারও উন্নতি হবেই।'
সন্তোষে বাংলার জয়
সন্তোষ ট্রফিতে (Santosh Trophy) বাংলা টানা পাঁচ ম্যাচ জিতে পৌঁছে গেল মূল পর্বে। গ্রুপ পর্ব অপরাজিত থেকেই সরাসরি মূল পর্বে চলে গেল বাংলা। রবিবার গ্রুপের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ মহারাষ্ট্রকে হারিয়ে বাংলা পৌঁছে গিয়েছে সন্তোষ ট্রফির চূড়ান্ত পর্বে। কোলাপুরের ছত্রপতি শাহু স্টেডিয়ামে স্টিভেন ডায়াসের মহারাষ্ট্রকে ২-১ গোলে হারাল বিশ্বজিৎ ভট্টাচার্যের টিম। এই ম্যাচ ড্র করলেই বাংলা শীর্ষে থেকে পৌঁছে যেত মূল পর্বে। কারণ মহারাষ্ট্রের সঙ্গে পয়েন্ট এক হলেও গোল পার্থক্যে তারা এগিয়ে ছিল। তবে বাংলা জেতায় তারাই গ্রুপ শীর্ষে থেকে মূল পর্বে গেল।
ঘরের মাঠে পূর্ণ সমর্থন নিয়েই নেমেছিল মহারাষ্ট্র। ছত্রপতি স্টেডিয়ামের গ্যালারি জুড়ে দর্শকদের চিৎকার। রাজ্যের ফ্ল্যাগ, ফুটবলারদের কাট আউট নিয়েই মাঠে হাজির হয়েছিলেন মহারাষ্ট্র সমর্থকেরা। উন্মাদনা দেখে ফুটবলপ্রেমীরা আপ্লুত। তবে কঠিন চ্যালেঞ্জ সামনে থাকলেও, আত্মবিশ্বাসী ছিলেন বাংলার ছেলেরা। আর তারই ফল পেলেন নরহরি শ্রেষ্ঠরা। বাংলার হয়ে এ দিন গোল করেন সুরজিৎ হাঁসদা এবং দীপক রজক।
আরও পড়ুন: হ্যামস্ট্রিংয়ে চোট, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকে গেলেন হার্দিক?