মায়ামি: ইন্টার মায়ামির (Inter Miami) জার্সিতে তিনি মাঠে ফুল ফোটাচ্ছেন। একার কাঁধে করে দলকে টানছেন। বিস্ময়কর সব গোল করে দলকে অক্সিজেন জোগাচ্ছেন। তবে আচমকাই লিওনেল মেসির চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ইন্টার মায়ামি ক্লাবে।


বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন লিওনেল মেসি। সোমবার ইন্টার মায়ামির অনুশীলনে চোট পান আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী মহাতারকা। ভারতীয় সময় বুধবার ভোরে লিগস কাপে ফিলাডেলফিয়ার বিরুদ্ধে সেমিফাইনালের ম্যাচ রয়েছে ইন্টার মায়ামির। সেই ম্যাচে কি খেলতে পারবেন মেসি, তা নিয়েই উদ্বেগে দল।


ইন্টার মায়ামির কোচ জেরার্দো মার্তিনো অবশ্য আশাবাদী। তিনি দাবি করেছেন যে, মেসির খেলা নিয়ে কোনও সমস্যা হবে না। কোচের দাবি, মেসির চোট খুব গুরুতর নয়। দ্রুত ঠিক হয়ে যাবেন তিনি। মার্তিনো বলেছেন, 'ও কীভাবে চোট পেয়েছে বা ঠিক কী হয়েছিল সেটা আমি দেখিনি। কিন্তু যদি খুব গুরুত্বপূর্ণ চোট হতো তা হলে বাকি খেলোয়াড়দের শরীরী ভাষায় তার একটা প্রতিফলন দেখতে পেতাম। সকলে তো খোশমেজাজেই অনুশীলন করেছে। তাই চিন্তার কোনও রয়েছে বলে মনে করি না।'


ইন্টার মায়ামির হয়ে পাঁচ ম্যাচে মোট আট গোল করেছেন মেসি। তাঁর অভিষেকের পর থেকে ইন্টার মায়ামি সব ম্যাচে জিতেছে। গত মরশুমে মেজর লিগ সকার চ্যাম্পিয়নশিপে রানার্স হয়েছিল ইন্টার মায়ামি। মার্তিনো বলেছেন, 'ফুটবলারেরা সব বোঝে। ওদের নিজস্ব ভাবনা রয়েছে। গত বার ওরা ফাইনাল খেলেছে। এ বার লিগস কাপের ফাইনালে ওঠার ব্যাপারেও আমরা আত্মবিশ্বাসী।'


মার্কিন মুলুকের ঘরোয়া ফুটবলে প্রথম ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবেন লিওনেল মেসি। এই ম্যাচে মেসির ইন্টার মায়ামির প্রতিপক্ষ ফিলাডেলফিয়া ইউনিয়ন। আগের ম্যাচগুলোয় দারুণ খেলে সেমিফাইনালের টিকিট পেয়েছে ফিলাডেলফিয়া। শুধু এটুকুই নয়, এমএলএস লিগে ইস্টার্ন কনফারেন্সে ইন্টার মায়ামির অবস্থান যেখানে তলানিতে, সেখানে ফিলাডেলফিয়া আছে ৩ নম্বরে। তবে মেসির ছন্দ বড় ভরসা ইন্টার মায়ামির।                                                                         




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial