জুরিখ: পুরুষদের ফুটবলে ফিফার বর্ষসেরা ফুটবলারের দৌড়ে লিওনেল মেসি (Lionel Messi)। তাঁর সঙ্গে মনোনয়ন পেলেন আর্লিং হালান্ড (Erling Haland) ও কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। তালিকায় আছেন মোট ১২ জন খেলোয়াড়। মহিলাদের ফুটবলে ফিফার বর্ষসেরা ফুটবলারের (Fifa ) জন্য মনোনীত হয়েছেন স্পেনের এইতানা বোনমাতি। মহিলাদের বিশ্বকাপেও গোল্ডেন বল অ্যাওয়ার্ড জিতেছেন এইতানা। পুরুষদের বিভাগে প্রায় ৬ জন ফুটবলার রয়েছে যাঁদের নাম মনোনীত হয়েছে, প্রত্যেকেই ম্যাঞ্চেস্টার সিটির। সিটির কোচের দায়িত্বে রয়েছেন পেপ গুয়ার্দিয়ওয়ালা। যিনি পুরুষদের বিভাগে সেরা কোচের দৌড়ে রয়েছেন। উল্লেখ্য, ২০১৬ সাল থেকে দ্য বেস্ট ফিফা অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়েছে। প্রথম বছরই এই পুরস্কার পান রোনাল্ডো। (Ronaldo) ২০১৭ সালেও তিনি এই পুরস্কার পান। এরপর থেকে আর এই পুরস্কার জেতেননি সি আর সেভেন। ফিফার সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে মেসিদের সঙ্গে আছেন তরুণ আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। 


এশিয়ান গেমসের ভারতীয় দল


দেশ বনাম ক্লাব বিতর্কের মাঝেই এশিয়ান গেমসের জন্য ভারতীয় ফুটবল দল ঘোষণা করা হল। সুনীল ছেত্রীকে অধিনায়ক করেই এশিয়ান গেমসের (Asian Games) জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল সংস্থা (AIFF)। সুনীলকে (Sunil Chhetri) দলে রাখা হলেও, ভারতের তারকা গোলকিপার গুরপ্রীত সিংহ সাঁধু ও তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানকে পাওয়া যায়নি। তাঁদের ছাড়াই দল ঘোষণা করেছে ফেডারেশন। চিনের হাংঝাউতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়ান গেমস। (Asian Games) 


দল ঘোষণা করার পাশাপাশি এশিয়ান গেমসে প্লেয়ারদের ছাড়ার জন্য ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবগুলোকে এবং এফএসডিএল-কে ধন্যবাদ জানিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে বলেছেন, 'সামনে ঠাসা ক্রীড়াসূচি রয়েছে। সব দিকে ভারসাম্য বজায় রাখা সহজ ছিল না। জাতীয় দলের পাশাপাশি আইএসএলের ম্যাচ রয়েছে। এই মুহূর্তে ভারতীয় দল এশিয়ান গেমসে খেলার জন্য অপেক্ষা করছে। তার পরে মারডেকা কাপ রয়েছে। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্ব এবং এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের খেলাও রয়েছে।'


নির্বাচিত ভারতীয় দলগুরমিত সিংহ, ধীরাজ সিংহ মৈরাঙ্গথেম, সুমিত রাঠি, নরেন্দ্র গেহলৌত, অমরজিৎ সিংহ কিয়াম, স্যামুয়েল জেমস, রাহুল কেপি, আব্দুল রাবে অঞ্জুকান্দন, আয়ূষ দেব ছেত্রী, ব্রাইস মিরান্দা, আজফর নুরানি, রহিম আলি, ভিন্সি ব্যারেটো, সুনীল ছেত্রী, রোহিত দানু, গুরকিরাৎ সিংহ ও অনিকেত যাদব।