জুরিখ: ফিফার তরফে বর্ষসেরা ফুটবলার 'দ্য বেস্ট' (FIFA The Best) হওয়ার দৌড়ে থাকা খেলোয়াড়দের নাম জানিয়ে দেওয়া হল। সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে রয়েছেন প্যারিস সঁ জরমেঁর তারকা ত্রয়ী লিওনেল মেসি (Lionel Messi), কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) ও নেমার। তবে প্রকাশিত ১৪ জনের তালিকার মধ্যে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম নেই।


মেসির স্বপ্নের বছর


২০২২ সালটা লিওনেল মেসির জন্য ব্যক্তিগত ও দলগতভাবে স্বপ্নের মতো কেটেছে। তিনি পিএসজির হয়ে লিগ খেতাব তো জেতেনই, পাশাপাশি বছরের শেষে কাতারে বিশ্বখেতাব জেতেন মেসি। 'এলএম১০' কাতার বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন। পাশাপাশি দিয়েগো মারাদোনাকে পিছনে ফেলে বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্তিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও হন মেসি। অপরদিকে, তাঁর ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপে ফ্রান্সকে নাগাড়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতাতে না পারলেও, মাত্র দ্বিতীয় ফুটবলার হিসাবে বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেন। 


এমবাপে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তো হনই, পাশাপাশি তিনি গত মরসুমের চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশেরও অঙ্গ ছিলেন। তাই মেসি ও এমবাপের এই তালিকায় থাকা একপ্রকার নিশ্চিতই ছিল। এমবাপের স্বদেশীয় করিম বেঞ্জেমা বিশ্বকাপে চোটের কারণে খেলতে পারেননি বটে, তবে তাঁর মরসুমটাও বেশ ভালই কেটেছে। রিয়াল মাদ্রিদের হয়ে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতেন তিনি। ফ্রান্সের ফুটবলের বিচারে সেরা ফুটবলার হয়ে ব্যালন ডি'অরও জেতেন তিনি। বেঞ্জেমাও এই তালিকায় রয়েছেন।


দৌড়ে হালান্ড, সালাহ


রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুল পরাজিত হলেও, তিনটি ক্লাল প্রতিযোগিতার ফাইনালে পৌঁছন রেডসরা। তাঁদের এই সাফল্যের পিছনে দুই আফ্রিকান তারকা সাদিও মানে ও মহম্মদ সালাহের বিরাট অবদান ছিল। এই দুই তারকাও রয়েছেন সেরা হওয়ার দৌড়ে। এছাড়া প্রথমে বুন্দেশলিগা ও নতুম মরসুমে প্রিমিয়ার লিগে গোলের বন্যা বওয়ানো আরলিং হালান্ড রয়েছেন 'দ্য বেস্ট' হওয়ার দৌড়ে। এছাড়া কেভিন দে ব্রুইন, লুকা মদ্রিচ, রবার্ট লেয়নডস্কিদের মতো পরিচিত মুখরা যেমন রয়েছেন, তেমনই জুড বেলিংহ্যাম, আশরাফ হাকিমি, জুলিয়ান আলভারেজ, ভিনিসিয়াস জুনিয়ররাও এই ১৪ জনের তালিকায় রয়েছেন। ফ্রেবুয়ারিতে এই পুরস্কারের দৌড়ে থাকা প্রথম তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে।


আরও পড়ুন: হকি বিশ্বকাপে আজ স্পেনের বিরুদ্ধে অভিযান শুরু ভারতের, কখন, কোথায় দেখবেন ম্যাচ?