নয়াদিল্লি: মতান্তরে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার তিনি। তবে এবার ফুটবলের স্টাডসের বদলে ক্রিকেট ব্যাট ও স্পাইক পরে মাঠে নামতে পারেন লিওনেল মেসি (Lionel Messi)। হ্যাঁ, ঠিকই শুনছেন। ক্রিকেট খেলতে পারেন 'এলএম১০', তাও আবার ওয়াংখেড়ের মাঠে।
একাধিক রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের শেষের দিকেই ডিসেম্বর মাসে লিওনেল মেসি এদেশে আসতে চলেছেন। কলকাতায় আসার কথা তো আছেই, ১৩ থেকে ১৫ ডিসেম্বরের ভারত সফরে নয়াদিল্লি এবং মুম্বইয়েও যাওয়ার কথা মেসি। সেই সফরেই মেসিকে ২২ গজে ক্রিকেট ম্যাচে নামানোর চেষ্টাচরিত্র করা হচ্ছে। তাও আবার যে সে ম্যাচ নয়। একেবারে ক্রিকেটের 'ঈশ্বর' সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni), রোহিত শর্মা, বিরাট কোহলিদের (Virat Kohli) মতো ভারতীয় ক্রিকেটের মহাতারকাদের সঙ্গে মেসিকে ক্রিকেট ম্যাচ খেলানোর চেষ্টা করা হচ্ছে।
১৪ ডিসেম্বর মেসি মুম্বই সফরে যাবেন। তখনই কোহলি, ধোনিদের সঙ্গে মেসির এই ম্য়াচ আয়োজন করার চেষ্টা করা হচ্ছে। খবর অনুযায়ী প্রতি দলে সাত জন করে ক্রিকেটার নিয়ে এই ম্যাচ খেলা হতে পারে এবং ওইদিন এক এজেন্সির তরফে ওয়াংখেড়ে স্টেডিয়াম বুক করার জন্যও নাকি বলা হয়েছে।
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা এক সাংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে এই ঘটনার সত্যতা স্বীকার করে জানান, 'মেসি ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসবেন। প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে ওঁ ওইদিন একটি ক্রিকেট ম্যাচও খেলতে পারেন। সবটা ঠিকঠাক হয়ে গেলে উদ্যোক্তরা এই সফরের পূর্ণাঙ্গ সূচি জানাবেন।'
অতীতে মেসিসহ গোটা আর্জেন্তিনা দল বছরের শেষে কেরলে এক প্রীতি ম্যাচ খেলতে আসবেন বলে শোনা গিয়েছিল। কেরল ক্রীড়ামন্ত্রীই এই ম্যাচের কথা জানিয়েছিলেন। আর্জেন্তাইন ফেডারেশনের সঙ্গে কেরল সরকারের চুক্তিও হয়েছিল বলে শোনা যায়। তবে আলবিসেলেস্তেদের সেই ম্যাচ অবশ্য বাতিল হয়েছে বলেই খবর। পরিবর্তে মেসি একাই ভারত সফরে আসতে পারবেন বলেই এখন শোনা যাচ্ছে। এই সফর মোটামুটি পাকাও বলে খবর।
মেসি যদি বছর শেষে ভারতে আসেন, তাহলে এদেশে এটি তাঁর দ্বিতীয় সফর হবে। প্রায় দেড় দশক আগে, ২০১১ সালে মেসিসহ আর্জেন্তিনা দল ভারতে এসেছিল। সেইবার, ২০১১ সালে মেসিরা কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনিজুয়েলার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচও খেলেছিল। এবার অবশ্য তেমনটা হচ্ছে না। তবে মেসিকে ক্রিকেট খেলতে দেখা গেলে, সেটাই বা কম কী। শেষমেশ এই ক্রিকেট ম্যাচ আদৌ হয় কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে।