নয়াদিল্লি: লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে লড়াইয়ে কে এগিয়ে, সেটা নিয়ে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে এক দশক ধরে তর্ক চলছে। এবার সেই আলোচনায় যোগ দিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর মতে, মেসির চেয়ে এগিয়ে রোনাল্ডো।
মেসি ও রোনাল্ডো দু’জনেই পাঁচবার করে ব্যালন ডি’ওর পেয়েছেন। পাশাপাশি রোনাল্ডো দু’বার ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছেন। এবার এই পুরস্কার পেয়েছেন মেসি। ফলে ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে তর্ক শুরু হয়েছে।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে বিরাট বলেছেন, ‘মেসি খামখেয়ালী, স্বাভাবিক প্রতিভাবান ফুটবলার। ওর মতো দক্ষতা আর কারও নেই। আমার কাছে গুরুত্বপূর্ণ হল খেলার প্রতি মুহূর্তে ভাল পারফরম্যান্স দেখানোর চেষ্টা চালিয়ে যাওয়া। রোনাল্ডোর এই চেষ্টাই তাঁকে সবার চেয়ে আলাদা করেছে। সর্বোচ্চ পর্যায়ে যাঁরা খেলছেন, তাঁরা সবাই প্রতিভাবান। তবে আমার মনে হয়, রোনাল্ডোর মতো ভাল খেলার ইচ্ছাশক্তি আর কারও নেই। আমার দেখা সবচেয়ে সম্পূর্ণ ফুটবলার রোনাল্ডো। ডান পা, বাঁ পা, গতি বা ড্রিবলিংয়ের দক্ষতা, সবেতেই তিনি অসাধারণ।’
মেসি না রোনাল্ডো? প্রিয় ফুটবলার কে? জানালেন বিরাট
Web Desk, ABP Ananda
Updated at:
25 Sep 2019 07:10 PM (IST)
মেসি ও রোনাল্ডো দু’জনেই পাঁচবার করে ব্যালন ডি’ওর পেয়েছেন। পাশাপাশি রোনাল্ডো দু’বার ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছেন। এবার এই পুরস্কার পেয়েছেন মেসি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -