নয়াদিল্লি: গতকালই ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতেছে আর্জেন্তিনা (Argentina Football Team)। ফ্রান্সকে পেনাল্টি শ্যুট আউটে হারিয়ে অবশেষে লিওনেল মেসির (Lionel Messi) বিশ্বজয়ের স্বপ্নপূরণ হয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁকে শুভেচ্ছা জানানোর ঢল। বিশ্বজয়ী মেসিকে শুভেচ্ছা জানিয়েছেন অসমের কংগ্রেস নেতা আব্দুল খালেকও (Abdul Khaleque)। মেসির ভারতীয় যোগ, আরও স্পষ্ট করে বলতে গেলে অসম যোগের জন্য তাঁকে আরও বেশি করে শুভেচ্ছা জানিয়েছেন ওই নেতা।
মেসির অসম যোগ
আর্জেন্তিনার মেসির সঙ্গে অসমের যোগটা ঠিক কী? খালেকের দাবি মেসি নাকি অসমেই জন্মগ্রহণ করেছিলেন। মেসি তথা আর্জেন্তিনার বিশ্বজয়ের পর খালেক নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমার হৃদয়ের অন্তর থেকে তোমাকে অনেক শুভেচ্ছা মেসি। তোমার অসম যোগের ফলে আমরা তোমার জন্য খুবই গর্বিত।' তাঁর এই পোস্টের জবাবে এক নেটিজেন স্বাভাবিকভাবেই মেসি ও অসমের যোগ নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর জবাবেই খালেক লেখেন, 'হ্যাঁ, ওঁ অসমে জন্মগ্রহণ করেছিলেন।'
পরে একাধিক নেটিজেনরা তাঁর ভুল ধরিয়ে দিতে শুরু করলে বাধ্য হয়েই তিনি নিজের পোস্টটি মুছে ফেলেন। তবে তাতে সোশ্যাল মিডিয়ায় ট্রোল কিন্তু থামেনি। খালেক নিজের পোস্ট মুছে দিলেও, অনেকেই তাঁর পোস্টের ছবি তুলে রেখেছিলেন। তাই তাঁর পোস্ট না হলেও, পোস্টের ছবি ভাইরাল হয়ে যায়।
আর্জেন্তিনা সফর শেষ?
তবে কি বিশ্বজয়ের পরেই নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানতে চলেছেন মেসি? আর্জেন্তিনা ও মেসি সমর্থকদের জন্য খুশির খবর। না, এখনও জাতীয় দলের জার্সিতে বিদায় জানাচ্ছেন না লিওনেল মেসি। অন্তত আরও কয়েকটি ম্যাচ খেলতে চান দেশের জার্সিতে, এমনই চান ফুটবলের যুবরাজ।
গতকাল খেতাব জয়ের পর মেসি বলেন, 'নিঃসন্দেহে আমি এটাই চেয়েছিলাম যে বিশ্বকাপ জিতে শেষ করতে। এর থেকে বেশি আর কিই বা পেতে পারি আমি। আমি ফুটবল খুব ভালবাসি। কী করতে পারি আর। দেশের জার্সিতে খেলাটা সবসময় উপভোগ করি। এই দলটার সঙ্গে থাকা সবসময় উপভোগ করি। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আরও কয়েকটি ম্যাচ খেলতে চাই।' আর্জেন্তিনার কোচ স্কালোনি বলেন, 'পরবর্তী বিশ্বকাপের জন্য আর্জেন্তিনা স্কোয়াডে মেসি থাকবেন, যদি ওঁ খেলতে চায়। ওঁর মত প্লেয়ারের কোচ হওয়াটাও ভাগ্যের ব্যাপার।'
আরও পড়ুন: বিশ্বকাপ জিতবে আর্জেন্তিনাই, তিন মাস আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন দে পল