সিঙ্গাপুর: সিঙ্গাপুর ওপেন সুপার সিরিজে পুরুষ সিঙ্গলসের ফাইনালে ফল যা-ই হোক না কেন, খেতাব ভারতেই আসছে। কারণ, ফাইনালে উঠেছেন দুই ভারতীয় শাটলার। খেতাবের লক্ষ্যে খেলতে নামবেন কিদম্বী শ্রীকান্ত ও বি সাই প্রণীত। এর আগে কোনওদিন ব্যাডমিন্টনের সুপার সিরিজের ফাইনালে দুই ভারতীয় উঠেছেন কি না, সেটা কেউই বলতে পারছেন না।
আজ বিশ্বের প্রাক্তন তিন নম্বর খেলোয়াড় শ্রীকান্ত হারিয়ে দেন বর্তমানে ২৬ নম্বরে থাকা অ্যান্টনি সিনিসুকা গিনটিংকে। শ্রীকান্তের পক্ষে ম্যাচের ফল ২১-১৩, ২১-১৪। এই নিয়ে তৃতীয়বার সুপার সিরিজের ফাইনালে উঠলেন শ্রীকান্ত। অন্য সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার লি ডং কিউনকে হারিয়ে দিয়েছেন প্রণীত। তাঁর পক্ষে ম্যাচের ফল ২১-৬, ২১-৮। এবার ফাইনালে শ্রীকান্ত-প্রণীত লড়াই।
সিঙ্গাপুর ওপেনের ফাইনালে শ্রীকান্তের সামনে প্রণীত
Web Desk, ABP Ananda
Updated at:
15 Apr 2017 05:57 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -