মোহালি: রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজার দাপটে প্রথম ইনিংসে ইংল্যান্ডের রান টপকে গেল ভারত। এই মুহূর্তে ভারতের রান ৬ উইকেটে ২৮৯। অশ্বিন ৬৪ এবং জাডেজা ৪২ রানে ব্যাট করছেন। এই জুটিতে এখনও পর্যন্ত ৮৫ রান যোগ হয়েছে।

গতকাল খেলা শেষ হওয়ার সময় ভারতের রান ছিল ৬ উইকেটে ২৭১। ইংল্যান্ডের চেয়ে মাত্র ১২ রানে পিছিয়ে ছিল ভারত। মিডল অর্ডারের ধস সামাল দিয়ে বড় ইনিংস গড়ার ইঙ্গিত দিচ্ছিলেন অশ্বিন ও জাডেজা। আজ তৃতীয় দিন সকালেও এই জুটি দাপট দেখাচ্ছে। ইংরেজ বোলাররা তাঁদের চাপে ফেলতে পারছেন না।