গোল্ড কোস্ট: এবারের কমনওয়েলথ গেমসে ভারতের সোনার দৌড় পঞ্চম দিনেও অব্যাহত। আজ ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতলেন জিতু রাই। তিনি ২৩৫.১ স্কোর করেন। কমনওয়েলথ গেমসে এই ইভেন্টে নয়া রেকর্ড গড়লেন জিতু। একই ইভেন্টে ব্রোঞ্জ পেলেন ভারতের ওমপ্রকাশ মিথারভাল।
পুরুষদের টেবল টেনিসের দলগত বিভাগেও আজ সোনা পেল ভারত। ফাইনালে নাইজেরিয়াকে ৩-০ ফলে হারিয়ে দিলেন অচিন্ত্য শরৎ কমল, সাথিয়ান জ্ঞানশেখরণরা। তাঁরা সিঙ্গাপুরকে ৩-২ ফলে হারিয়ে ফাইনালে ওঠেন। ভারতের মহিলা টেবল টেনিস দলও গতকাল সিঙ্গাপুরকে হারিয়ে সোনা জেতে।
এর আগে আজ মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে রুপো পেলেন বাংলার মেহুলি ঘোষ। সিঙ্গাপুরের মার্টিনা লিন্ডসে ভেলোসোর বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেও অল্পের জন্য সোনা হারালেন মেহুলি। তিনি ও ভেলোসো ২৪৭.২ পয়েন্টে শেষ করে কমনওয়েলথ গেমসে নয়া রেকর্ড গড়েন। এরপর শ্যুটঅফে মেহুলিকে টেক্কা দেন ভেলোসো। তবে কল্যাণীর ১৭ বছরের মেয়ে মেহুলি যে লড়াই করলেন, সেটা ভবিষ্যতে আরও অনেক সাফল্যের স্বপ্ন দেখাচ্ছে। এই ইভেন্টে ব্রোঞ্জ পেলেন ভারতের অপূর্বী চান্দেলা।
অন্যদিকে, পুরুষদের ভারোত্তোলনের ১০৫ কেজি বিভাগে রুপো পেলেন প্রদীপ সিংহ। ফলে ভারতের পদক সংখ্যা বেড়ে হল ১৫। ৯টি সোনা, চারটি রুপো ও পাঁচটি ব্রোঞ্জ নিয়ে ভারত এখন পদক তালিকার তিন নম্বরে।
Live: কমনওয়েলথ গেমসে জিতু রাই, টেবল টেনিস দলের সোনা, মেহুলির রুপো, ভারতের পদক সংখ্যা বেড়ে ১৮
Web Desk, ABP Ananda
Updated at:
09 Apr 2018 08:18 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -