- Home
-
খেলা
আইপিএল ২০২০ নিলাম: আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দর কামিন্সের, ১৫.৫ কোটিতে এলেন কেকেআরে, ৫.৫ কোটিতে মর্গ্যান
আইপিএল ২০২০ নিলাম: আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দর কামিন্সের, ১৫.৫ কোটিতে এলেন কেকেআরে, ৫.৫ কোটিতে মর্গ্যান
আগামী বছর অনুষ্ঠিত হতে চলা আইপিএল-এর ১৩তম সংস্করণের জন্য মোট ৩৩২ ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে আজ।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
19 Dec 2019 09:31 PM
অ্যান্ড্রু টাইকে ১ কোটি টাকায় কিনল রাজস্থান।
২০ লক্ষ টাকায় উইকেটকিপার নিখিল নায়েককে কিনল কেকেআর।
টম কুরানকে ১ কোটি টাকায় কিনল রাজস্থান রয়্যালস।
৪.৮ কোটি টাকায় মার্কাস স্টোইনিসকে কিনল দিল্লি।
কেন রিচার্ডসনকে ৪ কোটি টাকায় কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
অভিজ্ঞ প্রবীন তাম্বেকে ২০ লক্ষ টাকায় কিনল কেকেআর।
ক্রিস জর্ডানকে ৩ কোটি টাকায় কিনল কিংস ইলেভেন পঞ্জাব।
২০ লক্ষ টাকায় ক্রিস গ্রীনকে কিনল কেকেআর।
১ কোটি টাকায় টম ব্যান্টনকে কিনল কেকেআর।
প্যাট কামিন্সকে কেনা নিয়ে কী বললেন কেকেআর কোচ ও সিইও?
২ কোটি টাকায় জোশ হেজেলউডকে কিনল চেন্নাই সুপার কিংস।
ডেভিড মিলারকে ৭৫ লক্ষ টাকায় কিনল রাজস্থান রয়্যালস। সৌরভ তিওয়ারিকে ৫০ লক্ষ টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স।
শিমরন হেটমেয়ারকে ৭.৭৫ কোটি টাকায় কিনল দিল্লি ক্যাপিটাল্স।
প্যাট কামিন্সকে নেওয়ার জন্য কেকেআর-এর বিডিং প্রক্রিয়া...দেখুন
বাংলার বোলার ঈশান পোড়েলকে ২০ লক্ষ টাকায় কিনল কিংস ইলেভেন পঞ্জাব।
৪ কোটি টাকায় বরুণ চক্রবর্তীকে কিনল কেকেআর।
১.৯ কোটা টাকায় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক প্রিয়ম গর্গকে কিনল সানরাইজার্স।
৫০ লক্ষ টাকায় দীপক হুডাকে কিনল কিংস ইলেভেন পঞ্জাব।
২.৪ কোটি টাকায় যশস্বী জয়সবালকে কিনল রাজস্থান রয়্যালস।
১.৯ কোটি টাকায় বিরাট সিংহকে কিনল সানরাইজার্স হায়দরাবাদ।
৬০ লক্ষ টাকায় কলকাতা নাইট রাইডার্সে রাহুল ত্রিপাঠি।
প্রথম রাউন্ডে অবিক্রিত স্পিন বোলার -- আইএস সোধি, অ্যাডাম জাম্পা, হেডেন ওয়ালশ, জাহির খান (আফগানিস্তান)
৬.৭৫ কোটি টাকায় চেন্নাই সুপার কিংস কিনল পীযূষ চাওলাকে।
৮.৫ কোটি টাকায় শেল্ডন কটরেলকে কিনল কিংস ইলেভেন পঞ্জাব।
প্রথম রাউন্ডে অবিক্রিত পেস বোলার -- টিম সাউদি, অ্যান্ড্রু টাই
৮ কোটি টাকায় নাথান কুন্টার-নাইলকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স।
৩ কোটি টাকায় রাজস্থান রয়্যালস কিনল জয়দেব উনাদকটকে।
প্রথম রাউন্ডে অবিক্রিত পেস বোলার -- ডেল স্টেইন, মোহিত শর্মা
প্রথম রাউন্ডে অবিক্রিত মুশফিকুর রহিম, নমন ওঝা, কুশল পেরেরা, শাই হোপ।
প্রথম রাউন্ডে অবিক্রিত এনরিচ ক্লাসেন।
২.৪ কোটি টাকায় অ্যালেক্স ক্যারেকে কিনল দিল্লি ক্যাপিটাল্স।
প্রথম রাউন্ডে অবিক্রিত স্টুয়ার্ট বিন্নি।
১০ কোটি টাকায় ক্রিস মরিসকে কিনল আরসিবি।
সাড়ে ৫ কোটি টাকায় চেন্নাই সুপার কিংস কিনল স্যাম কুরানকে।
সাড় ১৫ কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্সে প্যাট কামিন্স।
প্রথম রাউন্ডে অবিক্রিত ইয়ুসুফ পঠান।
প্রথম রাউন্ডে অবিক্রিত কলিন গ্র্যান্ডহোম।
দেড় কোটি টাকায় ক্রিস ওকসকে কিনল দিল্লি ক্যাপিটাল্স।
১০.৭৫ কোটি টাকায় গ্লেন ম্যাক্সওয়েলকে কিনল কিংস ইলেভেন পঞ্জাব।
৪.৪০ কোটি টাকায় অ্যারন ফিঞ্চকে কিনল আরসিবি
জেসন রয়কে কিনল দিল্লি ক্যাপিটালস
প্রথম রাউন্ডে অবিক্রিত হনুমা বিহারী ও চেতেশ্বর পূজারা
৩ কোটি টাকায় রবিন উথাপ্পাকে কিনল রাজস্থান রয়্যাল্স
পাঁচ কোটি ২৫ লক্ষ টাকায় ইয়ন মর্গানকে কিনল কলকাতা নাইট রাইডার্স।
প্রথম নিলামে উঠলেন ক্রিস লিন। তাঁকে মুম্বই ইন্ডিয়ান্স নিল ২ কোটি টাকায়।
৩৩২ জনের তালিকায় যুক্ত হল আরও ৬ ক্রিকেটার। এরা হলেন-- বিনয় কুমার, অশোক দিন্দা, ম্যাথু ওয়েড, সঞ্জয় যাদব, রবিন বিশ্ট ও জেক ওয়েদারওয়েল্ড। ফলে, নিলামে ওঠা মোট ক্রিকেটারের সংখ্যা দাঁড়াল ৩৩৮। এঁদের মধ্যে ১৯০ জন ভারতীয় এবং ১৪৮ জন বিদেশি।
প্রেক্ষাপট
কলকাতা: আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আইপিল ২০২০ নিলাম-পর্ব। আগামী বছর অনুষ্ঠিত হতে চলা আইপিএল-এর ১৩তম সংস্করণের জন্য মোট ৩৩২ ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে আজ। প্রথমদিকে, ৯৯৭ জন ক্রিকেটার নথিভুক্ত থাকলেও, ফ্রাঞ্চাইজিদের প্রয়োজনীয়তা জানার পর কাটছাঁট করে চূড়ান্ত তালিকায় ঠাঁই পেয়েছেন ৩৩২ জন।
আইপিএল-এর ইতিহাসে এই প্রথমবার নিলামপর্ব অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায়। তবে, এবারের নিলামপর্ব খুব বড় নয়। ৮টি ফ্রাঞ্চাইজির কাছে মাত্র ৭৩টি জায়গা ফাঁকা রয়েছে। এর মধ্যে ২৯টি বিদেশি ক্রিকেটারের জায়গা।
এক নজরে দেখে নেওয়া যাক কোন ফ্রাঞ্চাইজির কী অবস্থা?
কিংস ইলেভেন পঞ্জাব - জায়গা ফাঁকা - ৭। হাতে টাকা - ৪২.৭০ কোটি।
চেন্নাই সুপার কিংস - জায়গা ফাঁকা - ৯। হাতে টাকা - ১৪.৬০ কোটি।
মুম্বই ইন্ডিয়ান্স - জায়গা ফাঁকা - ৭। হাতে টাকা - ১৩.০৫ কোটি।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর - জায়গা ফাঁকা - ১২। হাতে টাকা - ২৭.৯০ কোটি।
কলকাতা নাইট রাইডার্স - জায়গা ফাঁকা - ১১। হাতে টাকা - ৩৫.৬৫ কোটি।
দিল্লি ক্যাপিটালস - জায়গা ফাঁকা - ১১। হাতে টাকা - ২৭.৮৫ কোটি।
রাজস্থান রয়্যালস - জায়গা ফাঁকা - ১২। হাতে টাকা - ২৮.৯০ কোটি।
সানরাইজার্স হায়দরাবাদ - জায়গা ফাঁকা - ৭। হাতে টাকা - ১৭ কোটি।