IPL Final Score, MI vs CSK: রায়াডু-দু প্লেসির দুর্দান্ত লড়াই, ৫ উইকেটে জয় চেন্নাইয়ের

দু’দলের লড়াই সবসময়ই আকর্ষণীয়। আজও জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 19 Sep 2020 11:45 PM

প্রেক্ষাপট

আবু ধাবি: মরুশহরে টি-২০ লড়াইয়ের দামামা বেজে গেল। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। খেলা শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে সাতটা থেকে।চেন্নাই...More

শুরুতে ২ উইকেট হারানোর পর রায়াডু ও দু প্লেসির অসাধারণ লড়াইয়ের সুবাদে মুম্বইকে ৫ উইকেটে হারিয়ে গতবার ফাইনালে হারের বদলা নিল চেন্নাই। দু প্লেসি ৪৪ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন। ৪ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল চেন্নাই। ধোনির প্রত্যাবর্তনের ম্যাচ মধুর জয় দিয়েই শেষ হল।