IPL Final Score, MI vs CSK: রায়াডু-দু প্লেসির দুর্দান্ত লড়াই, ৫ উইকেটে জয় চেন্নাইয়ের
দু’দলের লড়াই সবসময়ই আকর্ষণীয়। আজও জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
19 Sep 2020 11:45 PM
শুরুতে ২ উইকেট হারানোর পর রায়াডু ও দু প্লেসির অসাধারণ লড়াইয়ের সুবাদে মুম্বইকে ৫ উইকেটে হারিয়ে গতবার ফাইনালে হারের বদলা নিল চেন্নাই। দু প্লেসি ৪৪ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন। ৪ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল চেন্নাই। ধোনির প্রত্যাবর্তনের ম্যাচ মধুর জয় দিয়েই শেষ হল।
অর্ধশতরান করলেন দু প্লেসি।
১০ বলে জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ১০ রান।
দ্বিতীয় বলেই অবশ্য আউট কুরান (১৮)। ১৫৩ রানে পঞ্চম উইকেট হারাল চেন্নাই।
১৯-তম ওভারে আক্রমণে বুমরাহ। প্রথম বলেই ছক্কা মারলেন কুরান।
শেষ ২ ওভারে দরকার ১৬ রান। জয়ের আশায় চেন্নাই।
১৮ নম্বর ওভারে বোলিং করতে এসে প্রথম বলেই জাডেজাকে এলবিডব্লু করে দিলেন ক্রুণাল। ১০ রান করে ফিরে গেলেন জাডেজা।
ক্রিজে এলেন জাডেজা। ১৭ নম্বর ওভারে প্যাটিনসনের প্রথম বলেই তিনি বাউন্ডারি মারলেন। পরের বলে হল এক রান। তৃতীয় বলে ২ রান নিলেন দু প্লেসি। চতুর্থ বলে হয় এক রান। পঞ্চম বলে ফের বাউন্ডারি মারেন জাডেজা। ওভারের শেষ বলে হয় এক রান। শেষ তিন ওভারে জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ২৯ রান।
৪৮ বলে ৭১ রানের ঝোড়ো ইনিংস খেললেন রায়াডু। শেষ ৪ ওভারে জয়ের জন্য ৪২ রান দরকার চেন্নাইয়ের।
১৬ নম্বর ওভারে বোলিং করতে এলেন চাহার। দ্বিতীয় বলে রায়াডুর ক্যাচ ফস্কান ক্রুণাল। এই ওভারের শেষ বলে অবশ্য রায়াডুকে কট অ্যান্ড বোল্ড করে দেন চাহার। ১৬ ওভারের শেষে চেন্নইয়ের স্কোর ৩ উইকেটে ১২১।
মুম্বইয়ের হয়ে ১৫ নম্বর ওভারে বোলিং করতে এলেন বুমরাহ। এই ওভারে হল ১১ রান। চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ১১৬।
১৪ ওভারের শেষে চেন্নাইয়ের রান ২ উইকেটে ১০৫। এখনও জয়ের জন্য চাই ৫৮ রান।
অর্ধশতরান করে ফেললেন রায়াডু। তাঁর সঙ্গে দু প্লেসির জুটি জমে উঠেছে। এই জুটিই এখন চেন্নাইকে জয়ের স্বপ্ন দেখাচ্ছে। যদিও কাজটা কঠিন।
১৩ নম্বর ওভারে চাহারের দ্বিতীয় বলে ছক্কা মারলেন রায়াডু। এই ওভারের শেষে চেন্নাইয়ের রান ২ উইকেটে ৯৯।
১২ নম্বর ওভারে ফের বোলিং করতে এলেন বুমরাহ। এই ওভারে একটি বাউন্ডারি সহ হল মোট ৭ রান।
১১ নম্বর ওভারে বোলিং করতে এলেন ক্রুণাল। দ্বিতীয় বলেই ছক্কা মারলেন রায়াডু। ওভারের শেষে চেন্নাইয়ের রান ২ উইকেটে ৮১।
দশম ওভারে বোলিং করতে এলেন চাহার। এই ওভারের তৃতীয় ও চতুর্থ বলে পরপর দু’টি বাউন্ডারি মারেন রায়াডু। ১০ ওভারের শেষে চেন্নাইয়ের রান ২ উইকেটে ৭০।
নবম ওভারে বোলিং করতে এলেন ক্রুণাল। এই ওভারে হল একটি ওয়াইড সহ ৭ রান। ৯ ওভারের শেষে চেন্নাই ২ উইকেটে ৫৮।
৮ নম্বর ওভারে বোলিং করতে এলেন রাহুল চাহার। প্রথম বলে এক রান নিলেন রায়াডু। পরের বলে এক রান নিলেন দু প্লেসি। তৃতীয় বলে ফের এক রান রায়াডুর। চতুর্থ বলে কোনও রান হয়নি। পরের বলে বাউন্ডারি মারেন দু প্লেসি। এরই সঙ্গে ৫০ রান করল চেন্নাই। ওভারের শেষ বলে হল এক রান। ৮ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ৫১।
সপ্তম ওভারে বোলিং করতে এসে ৬ রান দিলেন ক্রুণাল পাণ্ড্য। চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ৪৩।
৬ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ৩৭।
মুম্বইয়ের হয়ে পঞ্চম ওভারে বোলিং করতে এলেন বোল্ট। প্রথম বলেই বাউন্ডারি মারলেন রায়াডু। পরের বলে অবশ্য কোনও রান হয়নি। তৃতীয় বলেও কোনও রান হয়নি। পরের বলেও রান হয়নি। পঞ্চম বলটিও ডট নেন বোল্ট। ওভারের শেষ বলেও কোনও রান হয়নি। ৫ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ২৩।
৪ ওভারের শেষে চেন্নাইয়ের রান ২ উইকেটে ১৯।
চেন্নাইয়ের দুই ওপেনার ফিরে যাওয়ার পর এখন ক্রিজে দু প্লেসি ও অম্বাতি রায়াডু।
মুম্বইয়ের হয়ে দ্বিতীয় ওভারে বোলিং করতে আসেন জেমস প্যাটিনসন। প্রথম বলে কোনও রান করতে পারেননি বিজয়। পরের বল ওয়াইড হয়। দ্বিতীয় ও তৃতীয় বলে কোনও রান হয়নি। চতুর্থ ও পঞ্চম বলে কোনও রান হয়নি। শেষ বলে এলবিডব্লু হয়ে যান বিজয় (১)। শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে গেল চেন্নাই। ২ ওভারের শেষে স্কোর ২ উইকেটে ৬।
প্রথম ওভারের শেষে চেন্নাইয়ের রান এক উইকেটে ৫। ক্রিজে ওপেনার মুরলী বিজয়ের সঙ্গে তিন নম্বরে নামা ফাফ দু প্লেসি।
১৬৩ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারাল চেন্নাই। ৪ রান করে আউট শেন ওয়াটসন। তাঁকে এলবিডব্লু করে দেন ট্রেন্ট বোল্ট।
মুম্বইয়ের ইনিংসের শেষ ওভারে বোলিং করতে এলেন দীপক চাহার। প্রথম বলেই বোল্ড হয়ে গেলেন ট্রেন্ট বোল্ট (০)। নবম উইকেট হারাল মুম্বই।
১৯ ওভারের শেষে মুম্বইয়ের রান ৮ উইকেটে ১৫৬।
ক্রিজে এসে ১৯ নম্বর ওভারের দ্বিতীয় বলে এক রান করেন রাহুল চাহার। পরের বলে বাউন্ডারি মারেন প্যাটিনসন। চতুর্থ বলে কোনও রান হয়নি। পঞ্চম বলে ফিরে গেলেন প্যাটিনসন (১১)। ক্যাচ নেন দু প্লেসি। ১৫৬ রানে ৮ উইকেট হারাল মুম্বই।
১৯ নম্বর ওভারে বোলিং করতে এসেই প্রথম বলে পোলার্ডকে ফিরিয়ে দিলেন এনগিডি। ১৮ রান করে আউট হলেন পোলার্ড।
১৮ নম্বর ওভারে বোলিং করতে আসেন কুরান। প্রথম বলে এক রান নেন পোলার্ড। পরের বলে বাউন্ডারি মারেন প্যাটিনসন। তৃতীয় বলে হয় এক রান। চতুর্থ বলে বাউন্ডারি মারেন পোলার্ড। পরের বলে কোনও রান হয়নি। শেষ বলে লেগ বাই এক রান হয়। ১৮ ওভারের শেষে মুম্বই ৬ উইকেটে ১৫১।
এরপর ক্রিজে আসেন জেমস প্যাটিনসন। তিনি ১৭ নম্বর ওভারের দ্বিতীয় বলে এক রান করেন। তৃতীয় বলে এক রান করেন পোলার্ড। পরের বলে এক রান নেন প্যাটিনসন। পঞ্চম বলে হয় এক রান। ওভারের শেষ বলে কোনও রান হয়নি। ১৭ ওভার শেষে মুম্বইয়ের রান ৬ উইকেটে ১৪০।
১৭ নম্বর ওভারে বোলিং করতে আসেন এনগিডি। তিনি প্রথম বলেই আউট করেন ক্রুণালকে। ক্যাচ নেন ধোনি। ৩ রান করেই ফিরে যান ক্রুণাল।
১৬ নম্বর ওভারে ফের বোলিং করতে এলেন চাওলা। তাঁর প্রথম বলে কোনও রান করতে না পারলেও, পরের বলে ছক্কা মারলেন পোলার্ড। তৃতীয় বলে এল এক রান। চতুর্থ বলে এক রান করলেন ক্রুণাল। পঞ্চম বলে কোনও রান হয়নি। ওভারের শেষ বলে ২ রান নেন পোলার্ড। ১৬ ওভারের শেষে মুম্বই ৫ উইকেটে ১৩৬।
তিওয়ারির বদলে ক্রিজে এলেন কিয়েরন পোলার্ড। এই ওভারের পঞ্চম বলে ফের উইকেট হারাল মুম্বই। ১৪ রান করে ফিরে গেলেন হার্দিক। তাঁর বদলে ক্রিজে এলেন ক্রুণাল পাণ্ড্য। ১৫ ওভারের শেষে মুম্বইয়ের রান ৫ উইকেটে ১২৬।
১৫ নম্বর ওভারে বোলিং করতে আসেন জাডেজা। প্রথম বলেই তিনি ফিরিয়ে দেন তিওয়ারিকে। ক্যাচ নেন দু প্লেসি। ভাল খেলছিলেন তিওয়ারি। ৩১ বলে ৪২ রান করে আউট হলেন তিনি।
১৪ নম্বর ওভারে বোলিং করতে আসেন চাওলা। প্রথম বলে এক রান নেন তিওয়ারি। পরের বলে এক রান নেন হার্দিক। তৃতীয় বলে ২ রান নেন তিওয়ারি। পরের বলে কোনও রান হয়নি। ওলবিডব্লুর আবেদন জানায় চেন্নাই। রিভিউও নেওয়া হয়। কিন্তু তৃতীয় আম্পায়ার আউট দেননি। বল ট্র্যাকারে দেখা যায়, সেটি উইকেটের বাইরে চলে যাচ্ছিল। পঞ্চম বলে এক রান নেন তিওয়ারি। শেষ বলে কোনও রান হয়নি। ১৪ ওভার শেষে ৩ উইকেটে ১২১ স্কোর হয় মুম্বইয়ের।
১৩ নম্বর ওভারে বোলিং করতে আসেন এনগিডি। প্রথম বলে কোনও রান করতে পারেননি তিওয়ারি। দ্বিতীয় বলে হয় ২ রান। তৃতীয় বলে বাউন্ডারি মারেন তিওয়ারি। চতুর্থ বলেও বাউন্ডারি। পঞ্চম বলে হয় এক রান। শেষ বলে কোনও রান করতে পারেননি হার্দিক। ১৩ ওভারের শেষে মুম্বইয়ের রান ৩ উইকেটে ১১৬।
১২ নম্বর ওভারে বোলিং করতে এলেন জাডেজা। প্রথম বলে এক রান নেন তিওয়ারি। পরের বলে কোনও রান করতে পারেননি যাদবের বদলে ক্রিজে আসা হার্দিক পাণ্ড্য। ওভারের তৃতীয় ও চতুর্থ বলেও কোনও রান হয়নি। পঞ্চম বলে ছক্কা মারেন হার্দিক। ওভারের শেষ বলেও ছক্কা মারেন তিনি। ফলে ১২ ওভারের শেষে মুম্বইয়ের রান ১০০ পেরিয়ে গেল। স্কোর ৩ উইকেটে ১০৫।
১১ নম্বর ওভারে ফের চাহারকে আক্রমণে আনলেন ধোনি। প্রথম বলে এক রান নেন তিওয়ারি। দ্বিতীয় বলে কোনও রান করতে পারেননি যাদব। তৃতীয় বলে হয় এক রান। চতুর্থ বলে ২ রান নেন তিওয়ারি। পঞ্চম বলে হয় এক রান। পরের বলটি হয় ওয়াইড। ওভারের শেষ বলে সাফল্য পেলেন চাহার। কুরানের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন যাদব (১৭)। ১১ ওভারের শেষে মুম্বইয়ের রান ৩ উইকেটে ৯২।
১০ নম্বর ওভারে চাওলাকে ফের আক্রমণে আনলেন ধোনি। প্রথম বল হল ওয়াইড। পরের বলে কোনও রান করতে পারেননি যাদব। এরপর হয় এক রান। তিওয়ারি স্ট্রাইকে এসে প্রথম বলে কোনও রান করতে পারেননি। ওভারের চতুর্থ বলেও কোনও রান হয়নি। পঞ্চম বলে হয় এক রান। ষষ্ঠ বলে কোনও রান হয়নি। ১০ ওভার শেষে মুম্বই ২ উইকেটে ৮৬।
নবম ওভারে বোলিং করতে আসেন জাডেজা। প্রথম বলে এক রান নেন যাদব। পরের বলে ম্যাচের প্রথম ছক্কা মারেন তিওয়ারি। তৃতীয় বলে হয় ২ রান। চতুর্থ বলে বাউন্ডারি মারেন তিওয়ারি। পঞ্চম বলে তিনি নেন এক রান। ওভারের শেষ বলে এক রান নেন যাদব। ৯ ওভারের শেষে মুম্বইয়ের রান ২ উইকেটে ৮৩।
অষ্টম ওভারে বোলিং করতে আসেন কুরান। প্রথম বলে এক রান নেন তিওয়ারি। পরের বলে যাদবও এক রান নেন। তৃতীয় বলে কোনও রান করতে পারেননি তিওয়ারি। চতুর্থ বলে হয় এক রান। পঞ্চম বলে বাউন্ডারি মারেন যাদব। ওভারের শেষ বলে হয় এক রান। ফলে ৮ ওভারের শেষে মুম্বইয়ের রান ২ উইকেটে ৬৮।
সপ্তম ওভারে বোলিং করতে এলেন রবীন্দ্র জাডেজা। প্রথম বলে এক রান নেন তিওয়ারি। দ্বিতীয় বলে বাউন্ডারি মারেন যাদব। তৃতীয় বলে হয় এক রান। চতুর্থ বলে হয় এক রান। পঞ্চম বলেও হয় এক রান। শেষ বলেও এক রান হয়। ৭ ওভারের শেষে মুম্বইয়ের রান ২ উইকেটে ৬০।
ডি কক ফিরে যাওয়ার পর ক্রিজে এলেন সৌরভ তিওয়ারি। ৬ ওভার শেষে মুম্বইয়ের রান ২ উইকেটে ৫১।
ষষ্ঠ ওভারে ফের বোলিং করতে এলেন কুরান। আর প্রথম বলেই সাফল্য পেলেন। শেন ওয়াটসনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ডি কক (৩৩)। দ্বিতীয় সাফল্য পেল চেন্নাই।
রোহিতের বদলে ক্রিজে এলেন সূর্যকুমার যাদব। তিনি পঞ্চম ওভারের পঞ্চম বলে এক রান করলেন। এই ওভারের শেষ বলে এক রান নেন ডি কক। ৫ ওভারের শেষে মুম্বই এক উইকেটে ৪৮।
পঞ্চম ওভারে পীযূষ চাওলাকে বোলিং আক্রমণে আনলেন ধোনি। প্রথম বলে কোনও রান করতে না পারলেও, দ্বিতীয় বলে এক রান করলেন ডি কক। তৃতীয় বলে রোহিত কোনও রান করতে পারেননি। চতুর্থ বলে আউট রোহিত (১২)। তিনি কুরানের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন। প্রথম সাফল্য পেল চেন্নাই।
বোলিং পরিবর্তন ধোনির। চতুর্থ ওভারে তিনি আক্রমণে আনলেন লুঙ্গি এনগিডিকে। তবে তাতে কোনও লাভ হল না। প্রথম বলে এক রান নিলেন ধোনি। দ্বিতীয় বলে বাউন্ডারি মারলেন ডি কক। তৃতীয় বলে হল ২ রান। চতুর্থ বল হল ওয়াইড। এটাই ম্যাচের প্রথম অতিরিক্ত রান। পরের বলে বাউন্ডারি মারলেন ডি কক। এই ওভারের পঞ্চম বলটিও হল ওয়াইড। ফলে দু’টি অতিরিক্ত বল ও দু’রান পেল মুম্বই। পঞ্চম বলে ফের বাউন্ডারি মারলেন ডি কক। ওভারের শেষ বলে হল এক রান। ফলে ৪ ওভার শেষে মুম্বইয়ের রান হল বিনা উইকেটে ৪৫।
তৃতীয় ওভারের প্রথম বলে এক রান নেন ডি কক। দ্বিতীয় বলে রোহিত কোনও রান করতে পারেননি। তৃতীয় বলেও কোনও রান হয়নি। চতুর্থ বলে এক রান নেন রোহিত। পঞ্চম বলে বাউন্ডারি মারেন ডি কক। শেষ বলে হয় ২ রান। ৩ ওভারের শেষে মুম্বইয়ের রান বিনা উইকেটে ২৭।
চেন্নাইয়ের হয়ে দ্বিতীয় ওভারে বোলিং করতে আসেন স্যাম কুরান। প্রথম ২ বলে কোনও রান করতে পারেননি ডি কক। তৃতীয় বলে তিনি এক রান নেন। ওভারের চতুর্থ বলে রোহিত স্ট্রাইকে এসেই বাউন্ডারি মারেন। পরের বলে এক রান নেন রোহিত। ওভারের শেষ বলে এক রান নেন ডি কক। দ্বিতীয় ওভারের শেষে মুম্বই বিনা উইকেটে ১৯।
প্রথম বলেই বাউন্ডারি মেরে শুরুটা দুর্দান্ত করলেন রোহিত। দ্বিতীয় বলে নিলেন এক রান। তৃতীয় বলে ২ রান নিলেন ডি কক। চতুর্থ বলে তিনি বাউন্ডারি মারলেন। পঞ্চম বলে অবশ্য কোনও রান হয়নি। ওভারের শেষ বলে হল এক রান। প্রথম ওভারের শেষে মুম্বইয়ের রান বিনা উইকেটে ১২।
মুম্বইয়ের হয়ে ওপেন করতে নেমেছেন রোহিত ও কুইন্টন ডি কক। চেন্নাইয়ের হয়ে বোলিং আক্রমণ শুরু দীপক চাহারের।
রোহিত বলেছেন, ‘আমরাও প্রথমে ফিল্ডিংই করতে চেয়েছিলাম। এখানে কয়েক সপ্তাহ ধরে আছি। ফলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। এখানে আসার আগে আমরা মুম্বইয়ে শিবির করেছিলাম। আবু ধাবিতে পৌঁছনোর পরেও ভালভাবে অনুশীলন করতে পেরেছি। পরিবেশ বুঝে খেলাই আসল। এখানকার পিচে অনুশীলন ম্যাচ ও আসল ম্যাচ সমান। আমরা গত দু’বছর ধরেই ভাল খেলছি। এবার নিজেদের প্রয়োগ করতে হবে।’
টসে জিতে ধোনি বলেছেন, ‘আমরা স্লিপে কাউকে রাখতে পারব কি না জেনে নিয়েছি (সামাজিক দূরত্ববিধির কারণে)। আমরা প্রথমে ফিল্ডিং করছি। রাতের দিকে শিশির পড়তে পারে। উইকেট তাজা রাখার জন্য জল দেওয়া হয়। তাই প্রথমে ব্যাটিং করলে সমস্যা হতে পারে। লকডাউনে নিজেকে ফিট রাখার জন্য সময় পেয়েছি। দলের সবার তারিফ করতেই হচ্ছে। কোয়ারেন্টিনের প্রথম ৬ দিন খুব কঠিন ছিল। তবে দলের সবাই সেই সময়টা ভালভাবে কাজে লাগিয়েছে। কেউ হতাশ বা বিরক্ত হয়নি। ১৪ দিন কাটানোর পর অনুশীলনের সুযোগ পেয়েছি। মুম্বইয়ের বিরুদ্ধে বদলা নেওয়ার কথা ভাবছি না। নিজেরা কী ভুল করেছি, সে কথাই ভাবছি।’
প্রেক্ষাপট
আবু ধাবি: মরুশহরে টি-২০ লড়াইয়ের দামামা বেজে গেল। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। খেলা শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে সাতটা থেকে।
চেন্নাই দল- মুরলী বিজয়, শেন ওয়াটসন, ফাফ দু প্লেসি, অম্বাতি রায়াডু, কেদার যাদব, মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, স্যাম কুরান, দীপক চাহার, পীযূষ চাওলা, লুঙ্গি এনগিডি।
মুম্বই দল- কুইন্টন ডি কক, রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, ক্রুণাল পাণ্ড্য, হার্দিক পাণ্ড্য, কিরেয়ন পোলার্ড, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -