উত্তেজক ম্যাচে সুপার ওভারে জয় দিল্লির
কে এল রাহুল জানিয়েছেন, উইকেট তাজা। এই উইকেট কেমন আচরণ করবে বুঝতে পারছেন না। সেই কারণেই প্রথমে ফিল্ডিং করছেন।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
21 Sep 2020 12:30 AM
৬০ বলে ৮৯ রানের অসাধারণ ইনিংস খেলেও ট্র্যাজিক নায়ক হয়েই থেকে গেলেন ময়ঙ্ক। অন্যদিকে, ব্যাটিংয়ের পর বোলিংয়েও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নায়ক হয়ে গেলেন স্টোইনিস।
গতকাল মুম্বই-চেন্নাই ম্যাচের নিষ্পত্তি হয়েছিল শেষ ওভারে। আজ তার চেয়েও উত্তেজক হল দিল্লি-পঞ্জাব ম্যাচ। শেষ বলে টাই হওয়ার পর সুপার ওভারে ম্যাচের ফয়সলা হল। প্রথমে ব্যাটিং করতে নেমে ২ রানেই ২ উইকেট হারায় পঞ্জাব। এরপর কোনও উইকেট না হারিয়েই ৩ রান তুলে ম্যাচ জিতে নিল দিল্লি।
সুপার ওভারের তৃতীয় বলে পুরানকে (০) বোল্ড করে দিলেন রাবাডা।
এবার ব্যাট করতে এলেন ম্যাক্সওয়েল।
সুপার ওভারে দ্বিতীয় বলে আউট রাহুল (২)।
সুপার ওভারে দিল্লির হয়ে বোলিং করছেন রাবাডা। পঞ্জাবের হয়ে ব্যাট করছেন রাহুল-পুরান।
DC vs KXIP LIVE: ময়ঙ্ক অগ্রবাল ৮৯ রানের অনবদ্য ইনিংস খেলার পরেও, দলকে জেতাতে পারলেন না। তিনি আউট হয়ে যাওয়ার পর শেষ বলে আউট হয়ে গেলেন জর্ডনও। ফলে টাই হয়ে গেল ম্যাচ।
DC vs KXIP LIVE: শেষ ২ বলে ২ উইকেট খোয়াল পঞ্জাব। টাই হয়ে গেল ম্যাচ।
DC vs KXIP LIVE: ময়ঙ্কের ক্যাচ ফস্কালেন শ্রেয়স। শেষ ওভারে জয়ের জন্য পঞ্জাবের দরকার ১৩ রান।
IPL 2020, KXIP vs DC Score: ১৮ ওভারের শেষে পঞ্জাবের স্কোর ১৩৩/৬।
DC vs KXIP LIVE: ময়ঙ্কের অর্ধশতরান। লড়াই চালাচ্ছে পঞ্জাব।
IPL 2020, KXIP vs DC Score: ১৬ ওভারের শেষে পঞ্জাবের স্কোর ১০৫/৬।
DC vs KXIP LIVE: ২০ রান করে আউট গৌতম। ষষ্ঠ উইকেট হারাল পঞ্জাব।
IPL 2020, KXIP vs DC Score: ১৫ নম্বর ওভারে এল ১৪ রান। পঞ্জাবের স্কোর ৯৮/৫।
IPL 2020, KXIP vs DC Score: ১৪ ওভারের শেষে পঞ্জাবের স্কোর ৮৪/৫।
IPL 2020, KXIP vs DC Score: ১৩ ওভারের শেষে পঞ্জাবের স্কোর ৮০/৫।
DC vs KXIP LIVE: জয়ের জন্য শেষ ৮ ওভারে পঞ্জাবের দরকার ৯০ রান।
IPL 2020, KXIP vs DC Score: ১২ ওভারের শেষে পঞ্জাবের স্কোর ৬৮/৫।
DC vs KXIP LIVE: উল্টোদিকে পরপর উইকেট পড়ে গেলেও, এখনও ক্রিজে পঞ্জাবের ওপেনার ময়ঙ্ক অগ্রবাল। তিনিই এখন দলের ভরসা।
IPL 2020, KXIP vs DC Score: ১১ ওভারের শেষে পঞ্জাবের স্কোর ৬৪/৫।
IPL 2020, KXIP vs DC Score: ফের উইকেট হারাল পঞ্জাব। অক্ষর পটেলের বলে ছক্কা মারতে গিয়ে পৃথ্বীর হাতে ধরা পড়লেন সরফরাজ খান (১২)। ১০ ওভারের শেষে পঞ্জাবের স্কোর ৫৫/৫।
IPL 2020, KXIP vs DC Score: ৯ ওভারের শেষে পঞ্জাবের স্কোর ৫২/৪।
IPL 2020, KXIP vs DC Score: ৮ ওভারের শেষে পঞ্জাবের স্কোর ৪৩/৪।
IPL 2020, KXIP vs DC Score: ৭ ওভারের শেষে পঞ্জাবের স্কোর ৪০/৪।
DC vs KXIP LIVE: ফের উইকেট হারাল পঞ্জাব। এবার আউট হয়ে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল (১)। ৩৫ রানে ৪ উইকেট হারাল পঞ্জাব।
IPL 2020, KXIP vs DC Score: ৬ ওভারের শেষে পঞ্জাবের স্কোর ৩৫/৩।
DC vs KXIP LIVE: প্রথম ওভারেই ফের উইকেট অশ্বিনের। এবার তাঁর শিকার নিকোলাস পুরান (০)। ৩৪ রানে তৃতীয় উইকেট হারাল পঞ্জাব।
DC vs KXIP LIVE: ষষ্ঠ ওভারে প্রথমবার বোলিং করতে এসেই উইকেট নিলেন অশ্বিন। তাঁর বলে পৃথ্বীর হাতে ক্যাচ দিয়ে ফিরলেন নায়ার (১)। ৩৩ রানে পঞ্জাবের দ্বিতীয় উইকেটের পতন।
IPL 2020, KXIP vs DC Score: ৫ ওভারের শেষে পঞ্জাবের স্কোর ৩৩/১। ক্রিজে ময়ঙ্ক (৪) ও করুণ নায়ার (১)।
DC vs KXIP LIVE: পঞ্চম ওভারে পঞ্জাবের প্রথম উইকেট পতন। মোহিত শর্মার বলে বোল্ড রাহুল (২১)।
IPL 2020, KXIP vs DC Score: ৪ ওভারের শেষে দিল্লির স্কোর ২৮/০।
IPL 2020, KXIP vs DC Score: ৩ ওভারের শেষে দিল্লির স্কোর ১৯/০।
IPL 2020, KXIP vs DC Score: দ্বিতীয় ওভারের শেষে পঞ্জাবের স্কোর ১৪/০। রাহুল ৯ ও ময়ঙ্ক ০ রানে অপরাজিত।
IPL 2020, KXIP vs DC Score: রান তাড়া করতে নেমে প্রথম ওভারের শেষে পঞ্জাবের স্কোর ৫/০।
DC vs KXIP LIVE: পঞ্জাবের হয়ে ওপেন করতে নেমেছেন রাহুল ও ময়ঙ্ক।
১৩ রানে ৩ উইকেট হারানোর পর দিল্লিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে শ্রেয়স-পন্থের জুটি। এই জুটিতে যোগ হয় ৭৩ রান। তবে পন্থ ও শ্রেয়স পরপর আউট হয়ে যাওয়ার পর ফের চাপে পড়ে যায় দিল্লি। কিন্তু শেষদিকে স্টোইনিসের ঝোড়ো ইনিংসের সুবাদে ১৫০-এর বেশি রান করতে পারল দিল্লি। স্টোইনিসের ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও তিনটি ছক্কা।
IPL 2020, KXIP vs DC Score: স্টোইনিসের ঝোড়ো ইনিংসের সুবাদে শেষ ৩ ওভারে ৫৭ রান তুলল দিল্লি। ইনিংসের শেষে তাদের রান ১৫৭/৮।
DC vs KXIP LIVE: শেষ ওভারের প্রথম বলেই ছক্কা মারেন স্টোইনিস। পরের বলটি ওয়াইড হয়। দ্বিতীয় বলে ফের বাউন্ডারি মারেন স্টোইনিস। তৃতীয় বলে ফের বাউন্ডারি। চতুর্থ বলে ফের বাউন্ডারি মারেন স্টোইনিস। পঞ্চম বলে ছক্কা মেরে তিনি অর্ধশতরান সম্পূর্ণ করেন। এই ওভার ও ইনিংসের শেষ বলে ২ রান নিতে গিয়ে রান আউট হয়ে যান স্টোইনিস। তিনি ২১ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেললেন। যদিও এটি নো বল হয়। তবে নো বলে রান আউট হন স্টোইনিস।
DC vs KXIP LIVE: ১৯ নম্বর ওভারের প্রথম বলেই বাউন্ডারি মারেন স্টোইনিস। দ্বিতীয় বলেও বাউন্ডারি মারেন তিনি। তৃতীয় বলটি ওয়াইড হয়। পরের বলে ফের বাউন্ডারি মারেন স্টোইনিস। এই ওভারের শেষ বলে আউট হয়ে যান অশ্বিন (৪)।
IPL 2020, KXIP vs DC Score: ১৮ নম্বর ওভারের প্রথম বলেই ছক্কা মারেন স্টোইনিস। পরের বলে আবার তিনি বাউন্ডারি মারেন। তৃতীয় বলে হয় এক রান। চতুর্থ বলে কোনও রান করতে পারেননি অশ্বিন। পঞ্চম বলটিতেও কোনও রান হয়নি। শেষ বলে হয় ২ রান। ১৮ ওভারের শেষে দিল্লির স্কোর ১১৩/৬।
DC vs KXIP LIVE: ১৭-তম ওভারে ১০০ রানে পৌঁছল দিল্লি। তাদের ইনিংসে বাকি আর তিন ওভার। এই তিন ওভারে যত বেশি সম্ভব রান তোলার চেষ্টা করবেন মার্কাস স্টোইনিস ও রবিচন্দ্রন অশ্বিন।
IPL 2020, KXIP vs DC Score: ১৭ ওভারের শেষে দিল্লির স্কোর ১০০/৬।
DC vs KXIP LIVE: দিল্লির আরও একটি উইকেটের পতন। ১৭ নম্বর ওভারের প্রথম বলেই অক্ষর পটেলকে ফিরিয়ে দিলেন কট্রেল। ৬ রান করে রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন অক্ষর।
IPL 2020, KXIP vs DC Score: ১৬ ওভারের শেষে দিল্লির স্কোর ৯৬/৫।
DC vs KXIP LIVE: ১৬ নম্বর ওভারে বোলিং করতে আসেন বিষ্ণোই। তাঁর এই ওভারে উঠল মাত্র ৩ রান।
দুর্দান্ত বোলিং করলেন শামি। ৪ ওভার বল করে ১৫ রান দিয়ে তিনি নিলেন ৩ উইকেট।
IPL 2020, KXIP vs DC Score: ১৫ ওভারের শেষে দিল্লির স্কোর ৯৩/৫।
DC vs KXIP LIVE: দিল্লির পঞ্চম উইকেটের পতন। নিজের চতুর্থ ওভারে বোলিং করতে এসে শ্রেয়সকে ফিরিয়ে দিলেন শামি। ৩৯ রান করে ফিরলেন দিল্লির অধিনায়ক। ৮৭ রানে পঞ্চম উইকেট হারাল দিল্লি।
DC vs KXIP LIVE: শ্রেয়স-পন্থ জুটিতে ভাঙন ধরালেন বিষ্ণোই। তাঁর বলে বোল্ড হয়ে গেলেন পন্থ (৩১)। ৮৬ রানে চতুর্থ উইকেট হারাল দিল্লি।
DC vs KXIP LIVE: আয়ার-পন্থের জুটির সৌজন্যে চাপ কাটিয়ে ধীরে ধীরে ভদ্রস্থ স্কোরের দিকে এগোচ্ছে দিল্লি।
IPL 2020, KXIP vs DC Score: ১৩ ওভারের শেষে দিল্লির স্কোর ৭৯/৩।
IPL 2020, KXIP vs DC Score: ১২ ওভারের শেষে দিল্লির স্কোর ৬৪/৩।
১১ নম্বর ওভারে বোলিং করতে আসেন গৌতম। প্রথম বলে এক রান নেন পন্থ। দ্বিতীয় বলে ২ রান নেন শ্রেয়স। তিনি পরের বলেও ২ রান নেন। চতুর্থ বলে কোনও রান হয়নি। পঞ্চম বলে হয় এক রান। শেষ বলে এক রান নেন পন্থ। ১১ ওভারের শেষে দিল্লির স্কোর ৩ উইকেটে ৫৬।
১০ নম্বরে ওভারে প্রথমবার বল করতে আসেন তরুণ লেগ-স্পিনার রবি বিষ্ণোই। তাঁর প্রথম বলটাই ওয়াইড হয়। পরের বলে রিভার্স সুইপ করতে গিয়ে ফস্কান পন্থ। পরের বলেও কোনও রান হয়নি। তৃতীয় বলে হয় এক রান। চতুর্থ বলে কোনও রান করতে পারেননি শ্রেয়স। পঞ্চম বলে হয় এক রান। ওভারের শেষ বলে এক রান নেন পন্থ। ১০ ওভারের শেষে দিল্লির স্কোর ৩ উইকেটে ৪৯।
নবম ওভারের শুরুটা ভাল করেন পন্থ। গৌতমের প্রথম বলেই তিনি বাউন্ডারি মারেন। দ্বিতীয় বলে নেন এক রান। তৃতীয় বলে কোনও রান নিতে পারেননি শ্রেয়স। তবে চতুর্থ বলে তিনি ছক্কা মারেন। পরের বলে হয় এক রান। ওভারের শেষ বলে পন্থ এক রান নেন। এই ওভারে উঠল ১৩ রান। ৯ ওভারের শেষে দিল্লির স্কোর ৩ উইকেটে ৪৫।
ক্রিস জর্ডনের দ্বিতীয় ওভারে উঠল ৫ রান। ৮ ওভারের শেষে দিল্লির স্কোর ৩ উইকেটে ৩২।
পঞ্জাবের হয়ে সপ্তম ওভারে বোলিং করতে আসেন গৌতম। এই ওভারে হল ৪ রান। ৭ ওভারের শেষে দিল্লির রান ৩ উইকেটে ২৭।
শামির তৃতীয় ওভারে কোনও উইকেট পড়ল না। হল মাত্র ২ রান। ৬ ওভারের শেষে দিল্লির স্কোর ৩ উইকেটে ২৩।
এখন ক্রিজে দিল্লির অধিনায়ক শ্রেয়স ও পন্থ। ৫ ওভারের শেষে স্কোর ৩ উইকেট হারিয়ে ২১।
দিল্লির হয়ে এখনও পর্যন্ত আউট হয়েছেন ধবন (০), পৃথ্বী (৫) ও হেটমায়ার (৭)। এর মধ্যে ধবন রান আউট হয়েছেন। বাকি দু’টি উইকেট নিয়েছেন শামি।
টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে দিল্লির ইনিংসের শুরুটা একেবারেই ভাল হল না। শামির দ্বিতীয় ওভারে আউট হয়ে গেলেন পৃথ্বী ও হেটমায়ার। ১৩ রানে ৩ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে গিয়েছে দিল্লি।
পঞ্জাবের হয়ে দ্বিতীয় ওভারে বোলিং করতে আসেন বাংলার পেসার মহম্মদ শামি। তাঁর প্রথম ২ বলে কোনও রান করতে পারেননি পৃথ্বী। তৃতীয় বল রাহুল ধরতে না পারায় একটি বাই রান হয়। চতুর্থ বলে প্রথম উইকেটের পতন। শামির বাউন্সারে পুল করতে যান ধবন। তাঁর গ্লাভসে লেগে বলটি উইকেটকিপার রাহুলের কাছে যায়। রাহুল ক্যাচ ধরতে পারেননি। এরই মধ্যে রান নিতে যান ধবন। কিন্তু তিনি রান আউট হয়ে যান। এই ওভারের শেষ বলে আরও একটি উইকেট পেতে পারতেন শামি। কিন্তু তিন নম্বরে নামা শিমরন হেটমায়ারের ক্যাচ ধরতে পারেননি কৃষ্ণাপ্পা গৌতম।
কট্রেলের প্রথম তিন বলে কোনও রান করতে না পারলেও, চতুর্থ বলে বাউন্ডারি মারেন পৃথ্বী। পরের বলে তিনি এক রান নেন। ওভারের শেষ বলে ধবন কোনও রান করতে পারেননি। প্রথম ওভারের শেষে দিল্লির রান ৫।
পঞ্জাবের হয়ে বোলিং আক্রমণ শুরু করলেন শেলডন কট্রেল। দিল্লির হয়ে ওপেন করতে নেমেছেন পৃথ্বী শ ও শিখর ধবন।
ওয়েস্ট ইন্ডিজের শেলডন কট্রেলকেও আজই প্রথম এই প্রতিযোগিতায় খেলতে দেখা যাচ্ছে।
এই প্রতিযোগিতায় আজই প্রথম ম্যাচ খেলছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার রবি বিষ্ণোই।
দিল্লি দল- পৃথ্বী শ, শিখর ধবন, শিমরন হেটমায়ার, শ্রেয়স আয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ, মার্কাস স্টোইনিস, অক্ষর পটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, অ্যানরিক নর্তে ও মোহিত শর্মা।
পঞ্জাব দল- কে এল রাহুল (অধিনায়ক), ময়ঙ্ক অগ্রবাল, করুণ নায়ার, সরফরাজ খান, গ্লেন ম্যাক্সওয়েল, নিকোলাস পুরান, কৃষ্ণাপ্পা গৌতম, ক্রিস জর্ডন, রবি বিষ্ণোই, মহম্মদ শামি ও শেলডন কট্রেল।
প্রেক্ষাপট
দুবাই: দিল্লির বিরুদ্ধে ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পঞ্জাবের অধিনায়ক কে এল রাহুল। তিনি জানিয়েছেন, উইকেট কেমন আচরণ করবেন বুঝতে পারছেন না। সেই কারণেই প্রথমে ফিল্ডিং করছেন। দিল্লির অধিনায়ক শ্রেয়স আয়ারও জানিয়েছেন, তাঁরাও টসে জিতলে প্রথমে ফিল্ডিংই করতেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -