নয়াদিল্লি: লেজেন্ডস লিগ ক্রিকেটে (LLC) এস শ্রীসন্থ-গৌতম গম্ভীর (Sreesanth and Gautam Gambhir) বিবাদ থামার লক্ষ্মণই নেই। বরং বিতর্কে আরও ঘৃতাহুতি দিলেন শ্রীসন্থের স্ত্রী ভুবনেশ্বরী। প্রশ্ন তুললেন গম্ভীরের শিক্ষা নিয়ে!
লেজেন্ডস ক্রিকেট লিগে ইন্ডিয়া ক্যাপিটালসের জার্সিতে খেলেন গম্ভীর। অন্যদিকে গুজরাত জায়ান্টসের হয়ে খেলেন শ্রীসন্থ। গতকাল মুখোমুখি হয়েছিল ২ দল। সেখানেই প্রাক্তন ২ সতীর্থের মধ্য়ে কথা কাটাকাটি হয়। পরে ম্য়াচের শেষে শ্রীসন্থ জানান গৌতম তাঁকে ভীষণ খারাপ কথা বলেছেন। যা তাঁর বলা উচিত হয়নি। গৌতমকে 'মিস্টার ফাইটার'-ও বলেন তারকা ডানহাতি পেসার।
ম্যাচের শেষে ইনস্টাগ্রাম লাইভে এসে শ্রীসন্থ বলেন, ''মিস্টার ফাইটারের সঙ্গে যা হয়েছে, তা নিয়ে গোটা বিষয়টা আমি পরিষ্কার করে দিতে চাই। গম্ভীর এমন একজন, যে কোনও কারণ ছাড়াই সব সময় ও সতীর্থদের সঙ্গে ঝগড়া করে। সিনিয়র ক্রিকেটারদেরও সম্মান করে না। তাঁদের মধ্যে বীরু ভাই ও অন্যান্য ক্রিকেটাররাও রয়েছে। আজও ঠিক তেমনটাই হয়েছে। কোনও ইন্ধন ছাড়াই ও আমাকে একটানা কিছু বলে যাচ্ছিল। আর সেটা ভীষণই খারাপ। গৌতম গম্ভীরের মত মানুষের মুখ থেকে এমন কিছু শোনার মতো আশা করা যায় না।''
পরে জানা যায়, শ্রীসন্থকে 'ফিক্সার' বলে আক্রমণ করেছেন গম্ভীর। আইপিএলে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে শ্রীসন্থের নির্বাসিত হওয়ার দিকেই ইঙ্গিত করেছেন গৌতি। এরপরই শ্রীসন্থের স্ত্রী ভুবনেশ্বরী পাল্টা আক্রমণ করেন গম্ভীরকে। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'শ্রীর কাছে শুনে বাকরুদ্ধ হয়ে গিয়েছি যে, ভারতীয় দলে ওর সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে খেলা এক ক্রিকেটার এতটা নীচে নেমে ওকে আক্রমণ করেছে। তাও সক্রিয় ক্রিকেট থেকে অবসর নেওয়ার এতদিন পরেও। এর থেকে শিক্ষার পরিচয় পাওয়া যায়। ভয়াবহ ঘটনা।'
ম্যাচে শ্রীসন্থের একটি ওভারে পরপর ছক্কা ও বাউন্ডারি হাঁকান গম্ভীর। এরপরের বলটিতে যদিও বাউন্ডারি হাঁকাতে পারেননি গৌতি। তখনই দেখা যায় যে, শ্রীসন্থ ও গম্ভীরের মধ্যে ঝামেলা শুরু হয়েছে। যা পরে আরও বড় আকার নেয়। এদিকে লেজেন্ডস লিগ ক্রিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত করবে তারা।
আরও পড়ুন: কীভাবে শেষ ২ বছর ক্রিকেট খেলেছিলেন ডিভিলিয়ার্স, জানলে অবাক হবেন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।