আপাতত পূর্ণ সময়ের জন্য বিসিসিআই সভাপতি হতে পারবেন না সৌরভ, স্পষ্ট করল লোঢা কমিটি
Web Desk, ABP Ananda | 12 Jan 2017 06:00 PM (IST)
নয়াদিল্লি: সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের পক্ষে অন্তত চার বছরের আগে পূর্ণ সময়ের জন্য বিসিসিআই সভাপতি হওয়া সম্ভব নয়। এ বছরের জুনে সিএবি সভাপতি পদে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর তিন বছর ‘কুলিং অফ’-এ থাকতে হবে। তারপর বিসিসিআই সভাপতি নির্বাচিত হলে সেই পদ গ্রহণ করতে পারবেন বাংলার মহারাজ। সৌরভ অবশ্য এখন বিসিসিআই সভাপতি নির্বাচিত হলে স্বল্প সময়ের জন্য এই পদে থাকতে পারবেন। সেক্ষেত্রে সিএবি সভাপতি পদে তাঁর মেয়াদের যতদিন বাকি থাকবে, সেই সময়ের পর বিসিসিআই সভাপতির পদ থেকে সরে যেতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে লোঢা কমিটির সুপারিশ কার্যকর হওয়ায় অপসারিত হয়েছেন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকে। লোঢা কমিটি পরিষ্কার জানিয়ে দিয়েছে, মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে বিসিসিআই-এর বৈঠকে যোগ দিতে পারবেন না শিরকে। রাজ্য সংস্থা ও বিসিসিআই-এর পদে একজন ব্যক্তি মোট ৯ বছর থাকতে পারবেন। তারপর তাঁকে সরে দাঁড়াতে হবে। ফলে সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে-কে সরে যেতে হবে। তিনি আর কোনও পদে থাকতে পারবেন না।