আবুধাবি: চলতি আইপিএলে গত রবিবার সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে নজর কাড়লেন অনফিল্ড আম্পায়ার পশ্চিম পাঠক। ঘণ লম্বা চুলের এই আম্পায়ার অনেকটাই ভারতের প্রাক্তন হকি খেলোয়াড় রাম প্রকাশ সিংহর মতো, ১৯৮০-র দশকে যাঁর বাহারি লম্বা চুল জাতীয় দলের কোচ এমপি গণেশের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
নাইট রাইডার্স ও সানরাইজার্সের ম্যাচ চলাকালে পশ্চিম পাঠকের কাঁধ পর্যন্ত ঝোলানো চুল ও বোলারের বল করার সময় অদ্ভূত স্টান্স দর্শকদের আলোচনার বিষয় হয়ে ওঠে।
টুপির নিচে ৪৩ বছরের পাঠকের লম্বা, খোলা চুল এবং নন স্ট্রাইকিং প্রান্তে পিছন থেকে বল করতে বোলারের ছুটে আসার সময় কিছুটা ঝুঁকে দাঁডানোর দৃশ্য দর্শকদের নজরে পড়ে।
তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা শুরু হয়ে যায়। এক ট্যুইটার ইউজার মজাদার কায়দায় লেখেন, পশ্চিম পাঠক: সানরাইজার্স ও কেকেআরের ম্যাচে বেশ ভালো খেলেছেন। এমএসডি-র থেকে অনুপ্রাণিত।
কেরিয়ারের শুরুতে ধোনিরও লম্বা চুল ছিল। সেই প্রসঙ্গ উল্লেখ করেই ওই মন্তব্য করেন তিনি।
আর একজনের মন্তব্য, পশ্চিম পাঠক, কী দারণ রকস্টার হেয়ারকাট!
আর একজনের রসিকতাপূর্ণ মন্তব্য, যখন রকস্টার হওয়ার ইচ্ছে থাকে, কিন্তু বাবা-মায়ের চাপে আম্পায়ার হতে হয়।
আবার থার্ড আম্পায়ারের সঙ্গে কথা বলার সময় তাঁর গলার আওয়াজও টেলিভিশনে শোনা গিয়েছে। তাঁর গলার আওয়াজের সঙ্গে সচিন তেন্ডুলকরের মিল রয়েছে বলে মনে করছেন অনেকে।
পাঠক এর আগেও নজর কেড়েছেন। ২০১৬-র মার্চে মুম্বইয়ে টি ২০ বিশ্বকাপের একটি প্রস্তুতি ম্যাচে হেলমেট পরে মাঠে নেমেছিলেন তিনি।
IPL 2020: কেউ বললেন ‘এমএসডি’, কেউ আবার ‘রকস্টার’, আইপিএলের ম্যাচে নজর কাড়লেন লম্বা চুলের এই আম্পায়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Oct 2020 08:39 PM (IST)
চলতি আইপিএলে গত রবিবার সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে নজর কাড়লেন অনফিল্ড আম্পায়ার পশ্চিম পাঠক। ঘণ লম্বা চুলের এই আম্পায়ার অনেকটাই ভারতের প্রাক্তন হকি খেলোয়াড় রাম প্রকাশ সিংহর মতো, ১৯৮০-র দশকে যাঁর বাহারি লম্বা চুল জাতীয় দলের কোচ এমপি গণেশের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -