লর্ডস: ভারত-ইংল্যান্ড টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। আচমকাই মাঠে ঢুকে পড়লেন এক ব্যক্তি। পরনে ভারতের জার্সি। তাতে আবার বিসিসিআই লোগো লাগানো। আচমকা এমনটা দেখে চমকে যান ২ দলের ক্রিকেটাররাও। আম্পায়ারও খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এরপরে সেই ব্যক্তিকে সিকিউরিটি গার্ডের তৎপরতায় মাঠ থেকে বের করে দেওয়া হয়।


এদিন খেলার দ্বিতীয় সেশনের শুরুর ঘটনা। হঠাৎই খেলার মাঝে মাঠে ঢুকে পড়েন এক ব্যক্তি। মধ্যাহ্নভোজের বিরতির পর মাঠে যখন ভারতীয় দলের ক্রিকেটাররা নামছেন, তখনই ভারতের জার্সি পরে এক ব্যক্তিকে দেখা যায় মাঠে নামতে। যখন আম্পায়াররা তাঁকে প্রশ্ন করেন এই বিষয়, তখন তিনি আম্পায়ারদের সঙ্গেও বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এমনকী নিজের পরনে থাকা জার্সিতে বিসিসিআইয়ের লোগোর দিকে আঙুল দিয়ে দেখাতে থাকেন আম্পায়ারদের দিকে। 



এরপর নিরাপত্তারক্ষীদের তৎপরতায় তাঁকে এসকর্ট করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তখন দেখা যায় যে সেই ব্যক্তির জার্সির পেছনে জার্ভো লেখা ছিল। তাঁকে বের করে দেওয়ার কিছুক্ষণ পরেই দ্বিতীয় সেশনের খেলা হয়। 


এদিন যদিও এই ঘটনার আগেই প্রথম সেশনে একটি ঘটনার সাক্ষী থেকেছে লর্ডস। ইংল্যান্ডে ফের দর্শকদের অভব্য আচরণ দেখা গেল। লর্ডসে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা চলাকালীন গ্যালারি থেকে কে এল রাহুলের উদ্দেশে শ্যাম্পেনের বোতলের কর্ক ছোড়া হয়। ইংল্যান্ডের ইনিংসের ৬৯ ওভারে এই ঘটনা ঘটে। সেই সময় ব্যাটিং করছিলেন জো রুট ও জনি বেয়ারস্টো। বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করছিলেন রাহুল। মহম্মদ শামির চতুর্থ বলের পরেই গ্যালারি থেকে রাহুলের দিকে শ্যাম্পেনের বোতলের কর্ক ছোড়া হয়। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি এই ঘটনা দেখে ক্ষুব্ধ হন। তিনি রাহুলের উদ্দেশে কর্কটি মাঠের বাইরে ছুড়ে ফেলতে বলেন। দুই আম্পায়ার মাইকেল গফ ও রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে কথা বলেন ভারতীয় দলের সদস্যরা।