লখনউ: জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে ঘরের মাঠে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে আজ নেমেছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। এ মরসুমে লখনউয়ের পিচে প্রতিপক্ষরা বড় রান তুলতে বারংবার ব্যর্থ হয়েছে। এদিনও সেই ধারা অব্য়াহত রইল। ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) লড়াকু ৪৭ ও হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) ৬৬ রানের ইনিংসে ভর করে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে গুজরাত টাইটান্স কোনওক্রমে ১৩৪/৬ রান তুলল।


এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাত অধিনায়ক হার্দিক। তবে শুরুটা একবারেই মনমতো করতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা। এ মরসুমে এখনও পর্যন্ত গুজরাতের হয়ে সর্বাধিক রান করা শুভমন গিল দুই বলে শূন্য রান করে সাজঘরে ফেরেন। শুভমনের আউট হওয়ার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমে পড়েন অধিনায়ক হার্দিক। তিনি ও আরেক গুজরাত ওপেনার ঋদ্ধিমান সাহা মিলে দলের হাল ধরেন। দুইজনে দ্বিতীয় উইকেটে ৬৮ রান যোগ করেন। তবে অর্ধশতরানের দোরগোড়া থেকেই সাজঘরে ফিরতে হয় ঋদ্ধিকে। গিলের মতো তাঁরও উইকেট নেন ক্রুণাল পাণ্ড্য। ঋদ্ধি ৩৭ বলে ৪৭ রান করেন।


ঋদ্ধি আউট হওয়ার পরপরই বাউন্ডারি লাইনে ঝাঁপ মেরে এক অনবদ্য ক্যাচ ধরে অভিনব মনোহরকে ৩ রানে সাজঘরে ফেরান নবীন-উল-হক। বিজয় শঙ্করও ১০ রানের বেশি করতে পারেননি। পরপর উইকেট হারিয়ে গুজরাতের ইনিংস সম্পূর্ণ গতি হারিয়ে ফেলে। ১৫ ওভার শেষে গুজরাতের স্কোর ছিল চার উইকেটের বিনিময়ে মাত্র ৯২ রান।


এই অবস্থায় অধিনায়ক হার্দিক দলের রানের গতি বাড়ানোর জন্য উদ্যোগী হন। ১৮ওভারে রবি বিষ্ণোইকে দুইটি ছক্কা ও একটি চার মেরে মোট ১৯ রান তোলে। ৪৪ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন হার্দিক। শেষ ওভারেও মার্কাস স্টোইনিসকে ছক্কা হাঁকিয়ে শুরুটা দুরন্তভাবে করেন হার্দিক। তবে পরের বলেই সাজঘরে ফিরতে হয় হার্দিককে। ৫০ বলে ৬৬ রান করেন তিনি। স্টোইনিস প্রথম বলে ছক্কা খেলেও, পরের পাঁচ বলে হার্দিকের উইকেট নেওয়ার পাশাপাশি রাহুল তেওয়াটিয়াকে সাজঘরে ফেরত পাঠান। শেষ পাঁচ বলে মাত্র তিন রান দেন তিনি। লখনউয়ের হয়ে ক্রুণাল ও স্টোইনিস দুইটি করে উইকেট নেন।


আরও পড়ুন: ধোনির থেকে বড় মাপের ক্রিকেটার ভারতীয় ক্রিকেটে হতে পারে না: হরভজন