Mark Zuckerberg Update: কর্মী ছাঁটায়ের মধ্যেই চলেছে দেদার 'বিলাসিতা'। কোম্পানির সিইও হয়েও ব্যক্তিগত কারণে নিজের পিছনেই খরচ করেছেন 'অহেতুক টাকা'। সম্প্রতি মেটার সিইও মার্ক জুকারবার্গ সম্পর্কে সামনে এসেছে এরকমই এক রিপোর্ট।

  
Tech News: নিজের নিরাপত্তা ব্যক্তিগত বিমানে বিশাল খরচ
টেক বিশ্বে কর্মী ছাঁটাই নিয়ে সম্প্রতি আতঙ্ক তৈরি হয়েছে সবার মনে। এই ছাঁটাইয়ের পিছনে আর্থিক মন্দা ও কৃত্রিম বুদ্ধিমত্তাকেই দায়ী করেছেন বেশিরভাগ টেক কোম্পানি। মেটা, মাইক্রোসফট, গুগল সবার মুখেই শোনা গেছে প্রায় এক কথা। কোম্পানির ব্যয় কমাতেই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে হয়েছে সংস্থাকে। যদি বাস্তব চিত্র বলছে অন্য কথা।


Meta CEO Spending: বিপুল খরচ জুকারবার্গের 
২০২২ সালের হিসেব বলছে, ব্যক্তিগত জেটে ভ্রমণের জন্য গত বছর প্রায় ২.৩ মিলিয়ন ডলার খরচ করেছেন মার্ক জুকারবার্গ। কোম্পানির ২০২৩ এসইসি ফাইলিংয়ে মেটা জানিয়েছে, জুকারবার্গের বার্ষিক বেতন ১ ডলার হলেও তথাকথিত "অন্যান্য সব ক্ষতিপূরণ" হিসাবে তাঁকে ২৭.১ মিলিয়ন ডলার দেওয়া হয়েছিল। যার মধ্যে ফার্মটি "ব্যক্তিগত নিরাপত্তা সম্পর্কিত খরচ" হিসাবে জুকারবার্গকে ১৪.৮ মিলিয়ন ডলার দিয়েছে। মেটা সিইওকে তাঁর বাড়ি ও ভ্রমণের সময় নিরাপত্তার জন্য এই বিপুল খরচ দেওয়া হয়েছে।


Mark Zuckerberg Update: কী বলছে মেটা
কোম্পানির হিসেবের ফাইলিংয়ে মেটা বলেছে, "আমাদের প্রতিষ্ঠাতা সিইওর  হাই-প্রোফাইলের কারণে জুকারবার্গের জন্য নির্দিষ্ট কিছু হুমকি ছিল। আমরা বিশ্বাস করি, কোম্পানিতে জুকারবার্গের ভূমিকা তাকে একটি অনন্য অবস্থানে রেখেছে। তিনি মানেই মেটা।  আমাদের কোম্পানি সম্পর্কে নেতিবাচক মনোভাব সরাসরি জুকারবার্গের সঙ্গে যুক্ত।" 


Tech News: নিউইয়র্ক পোস্টের মতে, জুকারবার্গের প্রাইভেট জেটের খরচ বাবদ ২০২২ সালে ৭০০,০০০ ডলার বেশি খরচ হয়েছ,  ২০২১ সালে যেখানে এর পিছনে ১.৬ মিলিয়ন ডলার খরচ করেছিল মেটা।


Meta CEO Spending: পাল্টা জবাব দিয়েছে কোম্পানি


এই নিয়ে পাল্আটা জবাব দিয়েছে মেটা। আউটলেটের সঙ্গে কথা বলার সময়, একজন মেটা মুখপাত্র জানিয়েছেন , মার্কের নিরাপত্তা বজায় রাখার জন্য তাঁকে এই অত্যাধুনিক সুবিধাগুলি দেওয়া হয়েছে ৷ কোম্পানিতে মার্ক যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তার প্রেক্ষিতে মার্কের নিরাপত্তা ব্যবস্থা কোম্পানির সর্বোত্তম স্বার্থে আরও ভাল করা উচিত।


আরও পড়ুন : Maruti Car Discount: মারুতি সুজুকি এই গাড়িগুলিতে ছাড় দিচ্ছে, দ্রুত আপনার পছন্দের গাড়িটি বেছে নিন