LSG vs GT, IPL 2023 Live: শেষ ওভারে ৪ উইকেটের পতন, লখনউকে ৭ রানে হারিয়ে দিল গুজরাত
IPL 2023, LSG vs GT: রাজস্থানের বিরুদ্ধে খেলতে নেমে ১০ রানে জয় ছিনিয়ে নিয়েছিল। অন্যদিকে হার্দিক পাণ্ড্যর দলও তাঁদের শেষ ম্যাচ খেলেছে রাজস্থানের বিরুদ্ধেই। কিন্তু তারা সেই ম্যাচে হেরে যায়।
শেষ ওভারে দুরন্ত বোলিং মোহিত শর্মা। মোট ৪ উইকেট পড়ল লখনউ সুপারজায়ান্টসের।
পরপর ৩ উইকেট। এবার রান আউট হয়ে ফিরলেন আয়ুশ বাদোনি।
ফের উইকেট। স্টােইনিস ফিরলেন মোহিতের বলে মিলারের হাতে ক্য়াচ দিয়ে।
ক্যাচ আউট হলেন কে এল রাহুল। মোহিত শর্মার বলে ৬৮ রান করে ফিরলেন তিনি।
১ রান করে প্য়াভিলিয়নে ফিরলেন নিকােলাস পুরান।
২৩ রান করে ফিরলেন ক্রুণাল পাণ্ড্য। নুর আহমেদের বলে স্টাম্পড হয়ে গেলেন তিনি।
অর্ধশতরান হাঁকালেন কে এল রাহুল।
লখনউয়ের প্রথম উইকেটের পতন। ১৯ বলে ২৪ রান করে প্যাভিলিয়নে ফিরলেন কেইল মায়ের্স। উইকেট পেলেন রশিদ খান।
৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ৫৬ রান তুলে নিল লখনউ সুপারজায়ান্টস।
প্রথম ওভারে বল করতে এসেই মেডেন দিলেন মহম্মদ শামি।
রান তাড়া করতে নামল লখনউ সুপারজায়ান্টস। ব্যাট করতে নামলেন রাহুল ও মায়ের্স।
শেষ ওভারের প্রথম বলে ছক্কা খেলেও, দুরন্তভাবে ফিরে আসেন মার্কাস স্টোইনিস। শেষ পাঁচ বলে মাত্র তিন রান খরচ করে দুই উইকেট নেন স্টোইনিস। নির্ধারিত ২০ ওভারে গুজরাত ১৩৫/৬।
চাপের মুখে অনবদ্য অর্ধশতরানের ইনিংস খেললেন হার্দিক পাণ্ড্য। রবি বিষ্ণোইয়ের ওভারে দুইটি ছক্কা ও একটি চার মারলেন হার্দিক। ১৮ ওভার শেষে গুজরাতের স্কোর ১২১/৪।
লখনউয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিরুদ্ধে গুজরাতের ব্য়াটাররা বড় শট খেলতেই পারছেন না। ১৫ ওভার শেষে গুজরাতের স্কোর ৯২/৪। বিজয় শঙ্কর মাত্র ১০ রানে নবীন-উল-হকের বলে আউট হলেন।
দুরন্ত খেলেও অর্ধশতরান হাতছাড়া করলেন ঋদ্ধিমান সাহা। ৩৭ বলে ৪৭ রান করে সাজঘরে ফেরত গেলেন তিনি। ১১ ওভার শেষে গুজরাতের স্কোর ৭৫/২।
চালিয়ে খেলছেন ঋদ্ধিমান সাহা। ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৪ রান বোর্ডে তুলে নিল গুজরাত।
গুজরাতের প্রথম উইকেটের পতন। ক্রুণালের বলে ক্য়াচ আউট হলেন গিল।
লখনউয়ের প্রথম একাদশে ফিরলেন অমিত মিশ্রা। গুজরাত একাদশে ফিরলেন নুর আহমেদ।
প্রেক্ষাপট
এখনও পর্যন্ত চলতি আইপিএলে ৬ ম্যাচ খেলে তার মধ্যে ৪ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে লখনউ সুপারজায়ান্টস। অন্যদিকে গুজরাত টাইটান্স ৫ ম্যাচ খেলে ৩ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। রাহুলের দল তাঁদের শেষ ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে খেলতে নেমে ১০ রানে জয় ছিনিয়ে নিয়েছিল। অন্যদিকে হার্দিক পাণ্ড্যর দলও তাঁদের শেষ ম্যাচ খেলেছে রাজস্থানের বিরুদ্ধেই। কিন্তু তারা সেই ম্যাচে হেরে যায়।
লখনউ এখনও পর্যন্ত কুইন্টন ডি কককে খেলায়নি তাঁদের প্রথম একাদশে। আগের ম্যাচে মায়ের্স অর্ধশতরান হাঁকানোর পর প্রোটিয়া তারকাকে যে আজকের ম্যাচেও বেঞ্চে বসেই কাটাতে হবে, তা একপ্রকার নিশ্চিত। বোলিং ডিপার্টমেন্টে এদিনও খেলানো হতে পারে আফগান পেসার নবিন উল হককে।
গুজরাত শিবিরে একটা চিন্তা বিজয় শঙ্করের চোট। আগের ম্যাচে তাঁর জায়গায় অভিনব মনোহর খেলেছিলেন। কিন্তু তিনি রান পাননি। এদিন যদি বিজয় শঙ্কর ফিট হন, তবে তিনি ফের একবার প্রথম একাদশে ফিরে আসবেন। শামি বনাম রাহুল, আবেশ খান বনাম শুভমন গিল এমন টুকরো টুকরো দ্বৈরথ আজ অপেক্ষা করছে একানা স্পোর্টস সিটিতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -