LSG vs MI, IPL 2023 Eliminator Live: লখনউয়ের বিরুদ্ধে ৮১ রানে দুরন্ত জয় ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স

IPL 2023 Eliminator, MI vs LSG: আজ যে দল হারবে, সেই দলই ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। যাঁরা জিতবে তাঁরা হার্দিক পাণ্ড্যর গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে।

ABP Ananda Last Updated: 24 May 2023 11:24 PM
LSG vs MI Live Score: ৮১ রানে জয় মুম্বইয়ের

আকাশ মাধওয়ালের ৫ উইকেট। ৮১ রানে লখনউকে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স।

LSG vs MI Eliminator Live: হারের পথে লখনউ

পরপর উইকেটের পতন লখনউয়ের। তিনটে রান আউট হল।

LSG vs MI Live Score: লখনউয়ের চতুর্থ উইকেটের পতন

লখনউয়ের চতুর্থ উইকেটের পতন। ক্রুণালের পর আউট আয়ুশ বাদোনিও। 

LSG vs MI Eliminator Live: আউট মায়ের্স

লখনউয়ের দ্বিতীয় উইকেটের পতন। ফিরলেন মায়ের্সও। 

LSG vs MI Live Score:আউট প্রেরক

লখনউয়ের প্রথম উইকেটের পতন। প্রেরেক মাঁকড় ফিরে গেলেন আউট হয়ে।

LSG vs MI Eliminator Live: মুম্বইয়ের স্কোর ১৮২/৮

২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮২ রান বোর্ডে তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

LSG vs MI Live Score: চতুর্থ উইকেট নবীনের

নবীন উল হকের ৪ উইকেট। তিলক ভার্মাকেও ফেরালেন আফগান তারকা।

LSG vs MI Eliminator Live: আউট টিম ডেভিড

টিম ডেভিড ১৩ রানে ফিরলেন। তাঁকে ফেরালেন যশ ঠাকুর।

LSG vs MI Live Score: আউট নবীন

ফিরে গেলেন ক্যামেরন গ্রিনও। ২৩ বলে ৪১ রান করে নবীন উল হকের বলে ফিরলেন অজি তারকা।

LSG vs MI Eliminator Live: আউট সূর্যকুমার যাদব

মুম্বইয়ের তৃতীয় উইকেটের পতন। ২০ বলে ৩৩ রান করে ফিরে গেলেন সূর্যকুমার যাদব।

LSG vs MI Live Score: ৯ ওভারে মুম্বইয়ের স্কোর ৮৯/২

৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৯ রান বোর্ডে তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। 

LSG vs MI Eliminator Live: পাওয়ার প্লে-তে মুম্বইয়ের স্কোর ৬২/২

৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৬২ রান বোর্ডে তুলে নিল মুম্বই। ক্রিজে আছেন সূর্যকুমার যাদব ও ক্যামেরন গ্রিন। 

LSG vs MI Live Score: আউট ঈশান কিষাণ

মুম্বই ইন্ডিয়ান্সের দ্বিতীয় উইকেটের পতন। যশ ঠাকুরের বলে আউট হলেন ঈশান কিষাণ।

LSG vs MI Eliminator Live: আউট রোহিত

মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম উইকেটের পতন। নবীন উল হকের বলে ক্যাচ আউট হয়ে ১১ রান করে ফিরলেন রোহিত।

প্রেক্ষাপট

চেন্নাই: বুধবার এম এ চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium) ধুন্ধুমার। এলিমিনেটরে মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও মুম্বই ইন্ডিয়ান্স (LSG vs MI)। যে দল হারবে, ছিটকে যাবে ট্রফির দৌড় থেকে। যারা জিতবে, পৌঁছে যাবে কোয়ালিফায়ার টুয়ে। যেখানে তাদের জন্য অপেক্ষা করে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (Gujrat Titans)।



তিলক বর্মা (Tilak Verma) ফিট হয়ে উঠেছেন বলেই খবর। আগের ম্যাচে তাঁকে ব্যাট করতে নামতে হয়নি। তবে প্যাড-ব্যাট নিয়ে ডাগ আউটে অপেক্ষা করছিলেন। প্রথমে ব্যাটিং করলে তিলক সম্ভবত একাদশে খেলবেন। ফিল্ডিংয়ের সময় তাঁর পরিবর্তে নামানো হতে পারে আকাশ মাধওয়ালকে (Akash Madhwal)। প্রথমে ফিল্ডিং করলে শুরুতে খেলতে পারেন আকাশ মাধওয়াল। সেক্ষেত্রে ব্যাটিংয়ের সময় হয়তো তাঁর পরিবর্তে নামানো হবে তিলক বর্মাকে।



বুধবার এলিমিনেটরে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মুখোমুখি লখনউ (Lucknow Super Giants)। যে ম্যাচে রেকর্ড লখনউয়ের দিকে। এখনও পর্যন্ত আইপিএল (IPL ) তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। তিনবারই জিতেছে লখনউ। তবে এবার অন্য গ্রুপে থাকায় একবারই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে হয়েছিল লখনউকে। ঘরের মাঠে সেই ম্যাচে ৫ রানে জেতে লখনউ।


সূত্র মারফত জানা যাচ্ছে, এলিমিনেটর হবে সেই উইকেটে যেখানে চেন্নাই সুপার কিংস হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৩৯/৮ স্কোরে আটকে গিয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। মাথিশা পাথিরানা, তুষার দেশপাণ্ডে ও দীপক চাহার - চেন্নাইয়ের তিন পেসার নিয়েছিলেন ৭ উইকেট। ১৪ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে গিয়েছিল সিএসকে।


সেই পিচেই লখনউ বনাম মুম্বই ম্যাচ হওয়ার কথা। অর্থাৎ, মন্থর হতে পারে উইকেট। বল পড়ে দ্রুত গতিতে ব্যাটে নাও পৌঁছতে পারে। স্ট্রোক প্লেয়াররা সমস্যায় পড়তে পারেন। খুব বেশি রানের ম্যাচ হবে না বলেই মনে করা হচ্ছে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.