LSG vs MI, IPL 2023 Eliminator Live: লখনউয়ের বিরুদ্ধে ৮১ রানে দুরন্ত জয় ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স

IPL 2023 Eliminator, MI vs LSG: আজ যে দল হারবে, সেই দলই ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। যাঁরা জিতবে তাঁরা হার্দিক পাণ্ড্যর গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে।

ABP Ananda Last Updated: 24 May 2023 11:24 PM

প্রেক্ষাপট

চেন্নাই: বুধবার এম এ চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium) ধুন্ধুমার। এলিমিনেটরে মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও মুম্বই ইন্ডিয়ান্স (LSG vs MI)। যে দল হারবে, ছিটকে যাবে ট্রফির দৌড়...More

LSG vs MI Live Score: ৮১ রানে জয় মুম্বইয়ের

আকাশ মাধওয়ালের ৫ উইকেট। ৮১ রানে লখনউকে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স।